সিবিআইকে আর রাজ্যে ঢুকতে দেবে না তেলেঙ্গানা সরকার, এমএলএ কেনাবেচার প্রতিক্রিয়ায় এমনই সিদ্ধান্ত রাজ্যের

সিবিআইকে দেওয়া আগাম সম্মতি প্রত্যাহার করলো তেলেঙ্গানা। হাই কোর্টকে চিঠি দিয়ে এমনটাই জানালেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল।

সিবিআইকে দেওয়া আগাম সম্মতি প্রত্যাহার করলো তেলেঙ্গানা। এর আগে সিবিআই যখন পারতো তখনই রাজ্যে ঢুকে বিভিন্ন তদন্ত করতে পারতো। কিন্তু সিবিআই সেই সম্মতির অপব্যবহার করছে এমন দাবি তুলেই তেলেঙ্গানাতে সিবিআই এর ঢোকার উপর বিশেষ নজরদারি জারি করলো তেলেঙ্গানা রাজ্য সরকার। তেলেঙ্গানা হাই কোর্টকে চিঠি দিয়ে এমনটাই জানালেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল।

বিগত বেশ কিছুদিন আগেই তেলেঙ্গানার টিআরএস এমএলএ দের কেনাবেচার অভিযোগ উঠেছিল বিজেপি শিবিরের বিরুদ্ধে। মূলত তাদের অভিযোগ ছিল যে বিজেপি এইভাবে তেলেঙ্গানা সরকার ভেঙে ফেলার চেষ্টা করছে। এর জন্য তারা সিবিআই তদন্ত চেয়ে মামলাও রুজু করে আদালতে। সেই মামলার শুনানির প্রতিক্রিয়ায় এমন বিবৃতি দেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল।

Latest Videos

বিগত বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে তেলেঙ্গানায় ৩ বিধায়ককে অবৈধভাবে ঘুষ দিয়ে কেনার অভিযোগ উঠেছিল বিজেপি শিবিরের বিরুদ্ধে। রাঙ্গা রেড্ডির বাড়িতে প্রধানত তাদের ডেকে নিয়ে গিয়ে কিনে নেওয়ার অভিযোগ তুলেছিল রোহিত রেড্ডি নামে টিআরএস এরই অন্য এক বিধায়ক । পরে বিষয়টি জানাজানি হতেই পুলিশ সন্দেহভাজন ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে সেদিন। তাদেরই আদালতে তোলা হলে, জিজ্ঞাসাবাদের ফাঁকেই উঠে আসে নানান কথা। যার প্রেক্ষিতেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এমন কথা বলতে বাধ্য হন।

প্রসঙ্গত, রাজ্য সরকারের সুপারিশ বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া রাজ্যে সিবিআই তদন্ত করতে পারে না। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই সরাসরি তদন্ত করতে পারে। তবে সে ক্ষেত্রেও তল্লাশির ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন। তাই রাজ্যগুলি সিবিআইকে ‘জেনারেল কনসেন্ট’ বা আগাম সম্মতি দিয়ে রাখে। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কয়েকটি রাজ্যের সম্পর্কে টানাপড়েনেরে প্রেক্ষিতে পঞ্জাব, ঝাড়খণ্ড, কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তীসগঢ় ও মিজোরাম জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছে। এ বার সেই তালিকায় নাম তুলে ফেলল তেলঙ্গানার চন্দ্রশেখর রাওয়ের টিআরএস সরকারও।

গত বুধবার রাতে হায়দরাবাদে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। টিআরএসের চার বিধায়ককে ৫০ থেকে ১০০ কোটি টাকা করে দিয়ে কেনার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। চন্দ্রশেখর রাওয়ের দলের অভিযোগ, বিজেপি বিশাল টাকার টোপ দিয়ে তেলঙ্গানায় সরকার ফেলে বিজেপি সরকার তৈরির চেষ্টা করছে। বিধায়ক কেনার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তির সঙ্গে তেলঙ্গানার বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির ছবিও প্রকাশ করেছে টিআরএস। যদিও বিজেপি সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষিতেই কেন্দ্র নিয়ন্ত্রিত সিবিআইকে দেওয়া তেলঙ্গানা সরকারের আগাম সম্মতি প্রত্যাহার করে নিল চন্দ্রশেখর রাওয়ের সরকার।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury