নাম্বার প্লেট ছাড়া বাইক-স্কুটার চালানো দণ্ডনীয় অপরাধ নয়, রায় হাইকোর্টের

Published : Sep 22, 2024, 09:05 AM ISTUpdated : Sep 22, 2024, 09:28 AM IST
ev

সংক্ষিপ্ত

বিভিন্ন রাজ্যে ট্র্যাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাইক ও স্কুটার চালকদের জন্য সুখবর দিল তেলঙ্গানা হাইকোর্ট।

নাম্বার প্লেট ছাড়া বাইক চালানোয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন সংশ্লিষ্ট ব্যক্তি। হাইকোর্ট তাঁর আবেদনে সাড়া দিয়ে পুলিশের দায়ের করা মামলা খারিজ করে দিল। বিচারক স্পষ্ট জানিয়ে দিলেন, নাম্বার প্লেট ছাড়া বাইক চালানো দণ্ডনীয় অপরাধ হতে পারে না। এর জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই রায় সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। এরপর থেকে নাম্বার প্লেট ছাড়া বাইক বা স্কুটার চালালে যদি কাউকে পুলিশ ধরে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি এই রায়ের কথা উল্লেখ করে কড়া শাস্তি এড়াতে পারবেন।

তেলঙ্গানা হাইকোর্টের ঐতিহাসিক রায়

তেলঙ্গানার চারমিনার থানার এক সাব-ইনস্পেক্টর গুলজার হাউজ অঞ্চলে নাকা চেকিংয়ের সময় আর বসুন্ধরা চেরি নামে এক ব্যক্তির বাইক থামান। সেই বাইকে নাম্বার প্লেট ছিল না। এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক জবাব না পেয়ে এফআইআর দায়ের করেন সাব-ইনস্পেক্টর। বসুন্ধরার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ১৯৮৮ সালের মোটরযান আইনের ৮০(এ) ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশের দায়ের করা মামলার বিরুদ্ধে তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন বসুন্ধরা। তাঁর আবেদনে সাড়া দিয়ে বিচারক কে সুজানা রায় দেন, এক্ষেত্রে বাইক আরোহীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা যায় না। তাঁর জরিমানা করেই ছেড়ে দেওয়া উচিত।

বাইক চুরি রুখতে কী করবে পুলিশ?

আন্তঃরাজ্য বাইক চুরি চক্র সক্রিয়। বাইক চুরি করার সময় নাম্বার প্লেট খুলে নেওয়া হয় বা বদল করা হয়। এই কারণেই বাইকের নাম্বার প্লেটের উপর নজর রাখে পুলিশ। কিন্তু তেলঙ্গানা হাইকোর্টের রায়ের পর নাম্বার প্লেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আগে চিন্তা করবে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাজারে চলে এল বিশ্বের প্রথম সিএনজি বাইক, তাও আবার এক লাখ টাকারও কম দামে?

মাত্র ১ টাকা খরচে ছুটবে ৪ কিমি! ৫০০ টাকায় ঘরে আনতে পারবেন এই দুর্দান্ত ইলেকট্রিক বাইক

Viral Video: এ কি কাণ্ড! হাই রোডের ওপর এমনি এমনি চলছে বাইক, পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন ‘সর্দারজি’

PREV
click me!

Recommended Stories

Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!
8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র