
মেয়ের প্রেমের সম্পর্ক পরিবার মেনে নেয়নি। সম্পর্ক থেকে বের করে আনতে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের পরেরদিন ঘটে গেল অঘটন, স্তভিত হয়ে গেল দুই পরিবার। রাস্তাতেই বরের চোখের সামনে বৌভাতের দিন নতুন বউকে নিয়ে পালালেন তাঁর প্রাক্তন প্রেমিক। যে ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের ভোপালে ঘটেছে এই ঘটনাটি । পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন নববধূর স্বামী। আশীষ নামে ওই যুবকের অভিযোগ, রোশনি নামের এক যুবতীরর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি । বৌভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল । সেদিন সাজগোজ করতে বিউটি পার্লারে গিয়েছিলেন তাঁরা। ফিরেছিলেন একই গাড়িতেই।
অভিযোগ, অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গিয়ে গাড়ির একদিক থেকে নেমে যান আশীষ। অন্য পাশ থেকে তার নব বিবাহিত বধূ রোশনি এবং তাঁর বোন নেমেছিলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তাঁদের গাড়ির পাশে এসে দাঁড়ায় আরও একটি গাড়ি। অভিযোগ, সেই গাড়ি থেকে নেমে এক যুবক তুলে নিয়ে যায় রোশনিকে । রুখে দাঁড়ানোর আগেই সামনে দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়।
আশীষ পুলিশকে এও জানিয়েছেন, তাঁদের বিয়ের গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় তাঁরা ফিরছিলেন বিয়ের বাসে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে গোটা ঘটনাটাই। রোশনি ও অঙ্কিত নামের এক যুবকের মিলিত প্ল্যানে ঘটেছে এই ঘটনা । বিয়ের গাড়ির টায়ার পাংচারের ঘটনার পিছনেও হাত ছিল অঙ্কিতের। পাঁচবছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন অঙ্কিত ও রোশনি। বিয়ের পরদিন পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের । জানা গিয়েছে, রোশনির পরিবারের আপত্তি ছিল তাদের প্রেমের সম্পর্ক। তাই তড়িঘড়ি বিয়ের ঠিক করেছিল আশীষের সঙ্গে । বিয়ে হলেও প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন রোশনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানোর কথা জানিয়েছে পুলিশ। তবে এই নববধূকে নিয়ে আশীষের কী ভাবনা রয়েছে তা জানা যায় নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।