রাজ্যের ২.৫ লক্ষ কর্মীর বেতন আটকে দিল রাজ্য সরকার! বড় ধাক্কা দিয়ে নয়া ঘোষণা

পুজোর আগেই বড় ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের জন্য! ২.৫ লাখ সরকারি কর্মচারীর (Government Employees) বেতন আটকে দিল রাজ্য সরকার (State Government)। সেই তালিকায় নাকি জুড়তে চলেছে আরও নাম। জেনে নিন বিস্তারিত।

Parna Sengupta | Published : Sep 4, 2024 4:58 AM IST

112

আগেই দেওয়া হয়েছিল কড়া নির্দেশিকা। এবার ২.৫ লাখ সরকারি কর্মচারীর (Government Employees) বেতন আটকে দিল রাজ্য সরকার (State Government)।

212

ডেডলাইন দেওয়ার পরও তা না মানায় এবার বড় পদক্ষেপ সরকারের। অগস্ট মাসের বেতন এই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকেনি।

312

জানিয়ে রাখি রাজ্য সরকারের তরফে নিজের সরকারি কর্মচারীদের জন্য এক নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল সরকারি পোর্টালে সমস্ত স্থায়ী এবং অস্থায়ী সম্পদের বিস্তারিত জানাতে হবে।

412

ডেডলাইনও দিয়ে দেওয়া হয়। বলা হয়, ৩১ আগস্টের মধ্যে একটি সরকারি পোর্টাল – মানব সম্পদ -তে নিজেদের স্থাবর এবং অস্থাবর সম্পদ ঘোষণা করতে হবে সরকারি কর্মীদের।

512

বলা হয়েছিল যারা এই কাজ করবেন না তাদের অগাস্ট মাসের বেতন দেওয়া হবে না।

612

এই বিষয়ে মুখ্য সচিব মনোজ কুমার সিং জানিয়েছিলেন, যারা ৩১ আগস্টের মধ্যে সম্পত্তির বিস্তারিত বিবরণ দেবেন শুধুমাত্র তাদেরই চলতি মাসের অর্থাৎ আগস্ট মাসের জন্য বেতন দেওয়া হবে।

712

বাকি যারা এবারেও এই নির্দেশ অমান্য করবেন তাদের বেতন বন্ধ করা হবে। সেই মতোই আটকে দেওয়া হল স্যালারি।

812

রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা ১৭.৮৮ লাখেরও বেশি। সরকারি নির্দেশ না মানায় তাদের একাংশ অগস্টের বেতন পাননি বলে জানা গিয়েছে।

912

যদিও রাজ্য সরকারের এই নির্দেশ নতুন নয়, সবার প্রথম গত বছরের অগস্ট মাসে এই নির্দেশিকা জারি করা হয়েছিল। পরে সেই সময়সীমা একাধিকবার বাড়ানো হয়।

1012

এবার ৩১ অগস্ট লাস্ট ডেডলাইন দেওয়া হয়েছিল। তবে তারপরও নির্দেশ না মানায় এবার বেতন আটকে দেওয়া হল ২.৫ লাখ সরকারি কর্মচারীর।

1112

একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ‘মানবসম্পদ’ পোর্টালে সম্পত্তির হিসাব দেননি, তাদের আরও কিছুটা সময় দেওয়া হয়েছে।

1212

মাসখানেক সময়ের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সম্পত্তি হিসাব দিয়ে দিতে হবে। তা না করলে সরকারি বেতন ফের আটকে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos