CSIR NET: হাজার হাজার টাকা দিলেই পাওয়া যেত পরীক্ষার প্রশ্নপত্র! বাধ্য হয়ে বাতিল করা হল বিজ্ঞান শাখার নেট পরীক্ষা

Published : Jun 23, 2024, 08:02 AM IST
UGC NET exam 2024 next step of NTA

সংক্ষিপ্ত

হাজার হাজার টাকা দিলেই পাওয়া যেত পরীক্ষার প্রশ্নপত্র! বাধ্য হয়ে বাতিল করা হল বিজ্ঞান শাখার নেট পরীক্ষা

ফাঁস হয়েছে ইউজিসি নেটের প্রশ্নপত্রও। তাই জয়েন্ট সিএসআইআর ও ইউজিসি নেট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল এনটিএ। বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলিতে গবেষক এবং অধ্যাপক হওয়ার জন্য এই পরীক্ষায় পাশ করতে হয় ছাত্রছাত্রীদের৷

শুক্রবার এই সিদ্ধান্তের কথা জনিয়ে একটি বিজ্ঞপ্ত জারি করেছে এনটিয়ে। শুক্রবার এনটিয়ের তরফে একটি সার্কুলারে বলা হয়েছে, " আগামী ২৫ জুন ২৭ জুন সিএসআইআর নেট পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে। অনিবার্য কারণে বাতিল করা হচ্ছে সেই পরীক্ষা। ফের কবে পরীক্ষা নেওয়া হবে তা csirnet.nta.ac.in ওয়েবসাইটে জানানো হবে।

পরীক্ষায় অনিয়মের সম্ভাবনা আন্দাজ করতে পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে এনটিয়ে। এরপর এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। গত ২০ জুন থেকে ঘটনার তদন্ত করছে সিবিআই।

জানা গিয়েছে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউজিসি। ১০ হাজার টাকায় নাকি প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছিল এমনও অভিযোগ উঠে আসে। পরে সত্যিই এমন একটি গ্রুপ খুঁজে পাওয়া যায়। এবার অস্বচ্ছতা অনুমান করে বাতিল করা হল সিএসআইআর নেট পরীক্ষা।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল