সদ্য জার্মানিতে গিয়ে বিয়ে সেরেছেন কৃষ্ণনগরের তৃমমূল সাংসদ মহুয়া মৈত্র এবং ওড়িশার বিজেডি দলের প্রাক্তন সাংসদ তথা আইনজীবী পিনাকি মিশ্র। রাজনৈতিক দুই হেভিওয়েটের বিয়ের অনুষ্ঠানে সেভাবে জমকালো করে না হলেও দিল্লির অভিজাত হোটেলে হাইপ্রোফাইল রিসেপশনের আয়োজন করলেন এই দুই রাজনৈতিক নবদম্পতি।
26
কারা নিমন্ত্রিত ছিলেন মহুয়ার রিসেপশনে
মঙ্গলবার দিল্লির এক অভিজাত হোটেলে সন্ধ্যাবেলায় রিসেপশনের আয়োজন করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও তার স্বামী পিনাকি মিশ্র। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে সেই ছবি। নিজের দলের রাজনৈতিক সতীর্থদের পাশাপাশি মহুয়ার রিসেপশনে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব থেকে শুরু করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও।
36
মহুয়ার রিসেপশনে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির অভিজাত ললিত হোটেলে আয়োজন করা হয় এই গ্রান্ড রিসেপশনের। সেখানে দেখা মিলেছে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা।
দিনকয়েক আগেই গুরুত্বর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এদিন সন্ধ্যায় তাঁকেও দেখা গেল মহুয়ার রিসেপশনে খোশমেজাজে। জানা গিয়েছে, দলমত নির্বিশেষে মহুয়া সব দলের সাংসদদেরই নিমন্ত্রণ করেছেন তার রিসেপশনে।
56
তৃণমূল থেকে কারা ছিলেন নিমন্ত্রিত?
মহুয়া মৈত্রর রিসেপশন এমনই একটা সময়ে হল, যখন বঙ্গ রাজনীতিতে কল্যাণ বনাম মহুয়া তরজা তুঙ্গে। তবে বিশেষ সূত্রে খবর, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করেননি তিনি। তবে আমন্ত্রিত ছিলেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দিল্লিতে যেতে পারেননি তিনি। অন্যদিকে, তৃণমূল সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন- সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, জুন মালিয়য়া, সায়নী ঘোষরা।
66
মহুয়ার রিসেপশনে মহিলা বাহিনী
শুধু তৃণমূল সাংসদরাই নয়। মহুয়া-পিনাকির রিসেপশনে উপস্থিত ছিলেন জাতীয় রাজনীতির প্রমীলা বাহিনীদের। জানা গিয়েছে, সংসদে মহিলা সাংসদদের একটা গ্রুপ আছে। সেখানে কে কোন দলের তা দেখা হয় না। সব মহিলা সাংসদরাই ওই দলের সদস্য। তাঁরাও এদিন মহুয়ার রিসেপশনে আমন্ত্রিত ছিলেন। উপস্থিত ছিলেন, সুপ্রিয়া সুলে প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজন। তাঁরাও এদিন মহুয়াকে শুভেচ্ছা জানাতে যান। তা ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য সাংসদদেরও দেখা গিয়েছে এই অনুষ্ঠানে।