Kalyan On Mahua: কল্যাণ বনাম মহুয়া বাক্য বাণে তপ্ত রাজ্য রাজনীতি। এবার মহুয়া মৈত্র ইস্যুতে জাতির কাছে ক্ষমা চাইলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

Kalyan On Mahua: লোকসভা থেকে চিফ হুইপ পদ ছাড়তেই মহুয়া মৈত্র ইস্যুতে একের পর এক বিস্ফোরক বাণী নিক্ষেপ করেই চলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার জাতির কাছে ক্ষমা চাইলেন তৃণমূলের এই বর্ষীয়াণ সাংসদ। কারণ, লোকসভায় বিগত দিনে বিভিন্ন ইস্যুতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহুয়া মৈত্র যে সমস্ত অসংসদীয় ভাষা প্রয়োগ করেছেন তাতে বেজায় ক্ষিপ্ত শ্রীরামপুরের সাংসদ। এরপরই সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। এমনকি এতদিন বিভিন্ন ইস্যুতে সংসদে মহুয়ার পাশে দাঁড়ানোর এক্স হ্যান্ডেলে জাতির কাছে ক্ষমাও চেয়ে নেন কল্যাণ।

এক্স হ্যান্ডেলে কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee On Mauha Moitra):-

এদিন নিজের এক্স হ্যান্ডেলে মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কল্যাণ লেখেন, ''যখন মহুয়া মৈত্র আক্রমণের শিকার হয়েছিলেন, তখন আমি তাঁর পাশে দাঁড়িয়েছিলাম। এটা কোনও বাধ্যবাধকতা ছিল না, আমার নিজস্ব বিশ্বাস থেকে আমি এটা করেছিলাম। কিন্তু আজ তিনি আমাকে 'নারীবিদ্বেষী' বলে গালি দিচ্ছেন। যিনি ন্যূনতম কৃতজ্ঞতাবোধের পরিচয় দিতে পারেননি, তাঁকে সমর্থন করার জন্য আমি জাতির কাছে ক্ষমা চাইছি। তাঁর কথা বিচার করার দায়িত্ব জনগণের।"

Scroll to load tweet…

এদিকে কল্যাণের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি, তবে বিজেপি নেতারা কল্যাণের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, মহুয়া মৈত্র একজন 'রাজনৈতিক সুবিধাবাদী' এবং 'আবেগহীন' মানুষ। অন্যদিকে, কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও সামনে নিয়ে এসেছে।

জানা গিয়েছে, লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের কারণ হিসাবে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে উল্লেখ করেছেন। সূত্রের খবর, সম্প্রতি দলের এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই মন্তব্যের প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "তাহলে এই ব্যর্থতার দায় আমারই। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।" মুখ্যমন্ত্রীর মন্তব্যের ২৪ ঘণ্টা পরেই তাঁর এই ইস্তফা নতুন করে জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।