Tokyo Olympics 2021: টিভির সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেচ্ছা ভারতীয় দলকে

টোকিও অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের সময়ই টিভির সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানালেন ভারতীয় দলকে। 
 

শুক্রবার টোকিও অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানের সময়ই শত যোজন দূরে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। অলিম্পিকেস-এর উদ্বোধন অনুষ্ঠান হচ্ছিল। সেই সময়ই টেলিভিশনের সামনেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় দল যখন জাতীয় পতাকা নিয়ে মাঠে নামে তখন নিজের ঘরের মধ্যে উঠে দাঁড়িয়ে জাতীয় দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। 

সেই ছবি নিজের টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবিটি শেয়ার করার পাশাপাশি প্রধানমন্ত্রী লিখেছেন, আসুন আমরা সকলে ভারতীয় দলের জন্য সাফল্য কামনা করি। টোকিও অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের দিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।  প্রবল্ ব্যস্ততার মধ্যেই ভারতীয় দলের পাশে দাঁড়াতে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেন তিনি।

পেগাসাস নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ মহুয়া মৈত্রর

২২টি ঐতিহ্যবাহী গাছ সরানো হয়েছে, সংসদে আলোচনায় সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রদ্রোহী', পেগাসাস ইস্যুতে রাহুল গান্ধীর নিশানায় অমিত শাহও

করোনাভাইরাসের মহামারির কারণে প্রায় এক বছর পিছিয়ে গেছে অলিম্পিকের আসর। জাপানে অলিম্পিকের আসর বলেও করোনাবিধি রয়েছে তুঙ্গে। ১৮টি বিভাগে ভারতের ১২৭ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। যা অন্যবারের তুলনায় বেশি। খেলোয়াড়রা বিদেশে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন অলিম্পিকে যোগদানকারীরা ফিরেও তাঁদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News