করোনার কোপে ভারত, দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০২৯

  • দেশ জুড়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা
  • ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০০০
  • মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮
  • করোনার কোপ ঠেকাতে হবে এই স্তরেই, মত বিশেষজ্ঞদের 

Jayita Chandra | Published : Mar 29, 2020 3:34 AM IST / Updated: Mar 29 2020, 09:16 AM IST

ক্রমেই বেড়ে চলেছে দেশের বুকে করোনায় আক্রান্তের সংখ্যা। গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২৯। মৃত্যের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। এখনও পর্যন্ত করোনার জেড়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। বিশেষজ্ঞদের মতে লকডাউনের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যাটা বাড়তে থাকে। আদৌ লক ডাউন কতটা সার্থক তা বোঝা যাবে লক ডাউনের দ্বিতীয় সপ্তাহে। 

আরও পড়ুনঃ স্বস্তির খবর দিল আইআইটি, করোনা আক্রান্তের সংস্পর্শে কারা জানতে এবার তৈরি হল অ্যাপ

পাশাপাশি ভারত করোনার তৃতীয় স্তরে ঢোকার মুখে। এই পরিস্থিতিতে বাড়তে থাকে কমিউনিটি সংক্রমণ। যা একের থেকে অন্যের মধ্যে সংক্রমণ ছড়ানোর স্তর। এখনও পর্যন্ত ইতালি আটতে রয়েছে এই স্তরে। করোনার কোপের সব থেকে ভয়াবহ এই স্তর। এখানেই করোনাকে ঠেকানো না গেলে ভারতের যা জনসংখ্যা, সেই তুলনায় আক্রান্তের সংখ্যাটা দাঁড়াতে পারে ১২ থেকে ১৩ লক্ষ। বিশেষজ্ঞদের মত অনুযায়ী করোনা ঠেকা এই মুহূর্তেই বন্ধ করতে হবে জন সংযোগ। 

আরও পড়ুনঃ পথে নামল করোনা, সচেতনতা বাড়াতে নিজেই ভাইরাস সাজলেন পুলিশকর্তা, নিমেশে হলেন ভাইরাল

ইতিমধ্যে করোনা সর্বাধিক প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে। এখানে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৬। এরপরই রয়েছে কেরল। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২। এছাড়াও কর্ণাটকে আক্রান্ত ৮১, তেলঙ্গানায় ৬৭, উত্তরপ্রদেশে ৬৫, গুজরাতে ৫৫ ও রাজস্থানে ৫৪ জন করোনা আক্রান্ত ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৪৯। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ জন। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!