মন্দিরের চূড়ায় ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান, ঘটনাস্থলেই মৃত্যু পাইলটের

প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় মধ্য প্রদেশের রেওয়া জেলায়। দুর্ঘটনাস্থলে মৃত্যু পাইলটের। সহ পাইটল জখম অবস্থায় ভর্তি হাসপাতালে।

 

বিমান দুর্ঘটনায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মধ্য প্রদেশের রেওয়া জেলায়। শুক্রবার মধ্য প্রদেশের পুলিশ জানিয়েছে, রাজধানী ভূপাল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় প্রশিক্ষণ দেওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়ে একটি বিমান। বিমানের পাইলট ঘটনাস্থলেই নিহত হন, প্রশিক্ষক পাইলটকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জনিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। রাওয়া জেলার চোরহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেপি প্যাটেল জানিয়েছেন, প্রশিক্ষণের সময় বিমানটি প্রথমে স্থানীয় একটি মন্দিরের গম্বুজে ধাক্কা খায়, তারপর বিমানটি পাশেই একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। চোরহাট্টা বিমান বন্দর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই এই ঘটনা ঘটে।

Latest Videos

দুর্ঘটনায় বিমানের ক্যাপ্টেন বিশাল যাদব (৩০) মারা গেছেন ঘটনাস্থলে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রশিক্ষণার্থী পাইলট আনশুল যাদব। তিনি সরকারি সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রেওয়া জেলের জেলা শাসক মনোজ পুষ্প ও পুলিশ সুপার নবনীত ভাসিন ঘটনাস্থলে যান। দুর্ঘটনার কারণ জানতে ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রের খবর বিমানের চলক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তারপরই বিমানটি মন্দিরের চূড়ায় ধাক্কা খায়। তারপরই একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। বিমানে আগুন লেগে গিয়েছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়। তারপর ঘটনাস্থলে আসে পুলিশ। তবে এই ঘটনায় গোটা এলাকায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, একটি বেসরকারি এভিয়েশন ট্রেনিং একাডেমির অন্তর্গত বিমানটি রাতের ঘন কুয়াশার মঘ্যেই অবকপণের চেষ্টা করেছিল। সম্ভব সেই সময়ই দুর্ঘটনা ঘটে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, কুয়াশাচ্ছন অবস্থায় অবতরণের সময় বিমানটি একটি মন্দিরের চূড়ায় ও বিদ্যুতের তারে আঘাত করেছিল। অন্যদিকে জেলা শাসক জানিয়েছেন নিহত নিহত বিমানের চালক পাটনার বাসিন্দা। আহত সহ-চালক জয়পুরের বাসিন্দা।

মধ্য প্রদেশের বিমান দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুম্হই ছেতে বিমান বিশেষজ্ঞরা ঘটনাস্থনে আসবেন। বিমানটি ফ্যালকন এভিয়েশন অ্যাকাডেমির। স্থানীয় প্রশাসন আরও জানিয়েছেন, প্লেনটি অবরতণের চেষ্টা করেছিল। আর সেই কারণে রাতের অন্ধকারে একাধিকবার চক্কর কেটেছিল। সেই সময়ই এই দুর্ধঘটনা ঘটে।

আরও পড়ুনঃ

করোনাভাইরাসের কারণে আবার জারি হবে লকডাউন? জানুন কী বলছে গ্রহের অবস্থান

বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় বিহার থেকে গ্রেফতার তিন নাবালক, আজ পেশ আদালতে

বছরের প্রথম সপ্তাহেও পরিবর্তন নেই জ্বালানির দামে, জানুন আজ কলকাতায় কত হল পেট্রল ডিজেলের দাম

Share this article
click me!

Latest Videos

ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর