ত্রিপুরার জনসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি বলেন অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরির কাজ শেষের পথে।
১. বৃহস্পতিবার দিল্লিতে ঠাণ্ডা ও কুয়াশা পুরোদমে ব্যাটিং করল। ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এদিন দিল্লির সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল তিন ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রাও পৌঁছেছে ১৬ দশমিক ৫ ডিগ্রিতে। এ কারণে গত ১০ বছরের মধ্যে ৫ জানুয়ারি ছিল শীতলতম দিন। ঠান্ডার পাশাপাশি কুয়াশাও বিপাকে পড়েছে। সকাল সাড়ে ৮টায় সাফদারজং ও পালামের দৃশ্যমানতা ছিল ৫০ মিটার।
২. বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি-এনসিআরে ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লি-এনসিআরে ভূমিকম্প হল। পাকিস্তান, আফগানিস্তান এবং জম্মু-কাশ্মীরেও সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে মাটি কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফৈজাবাদে মাটির ২০০ কিলোমিটার নীচে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
৩. ত্রিপুরার জনসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি বলেন অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরির কাজ শেষের পথে। এবার রাম মন্দির নির্মাণের পর উদ্বোধন কবে হবে তা তিনি জানিয়েছেন। অমিত শাহ জানিয়েছেন যে ২০২৪ সালের পয়লা জানুয়ারি অযোধ্যায় একটি বিশাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাম মন্দিরের দরজা খোলা হবে। বৃহস্পতিবার ত্রিপুরায় এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
৪. উত্তরাখণ্ডের যোশীমঠে ভূমিধস বড় বিপর্যয়ের দিকে ইঙ্গিত করছে। এই সবুজ উপনিবেশ এখন শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শহরের বাড়িঘরে গভীর ফাটল দেখা দিচ্ছে এবং মাটি নিচের দিকে তলিয়ে যাচ্ছে। যোশীমঠের ৫৬১টিরও বেশি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। প্রতিনিয়ত গভীর হওয়া ফাটলের কারণে মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে।
৫. উত্তরাখণ্ডের হলদওয়ানির বনভুলপুরায় রেলওয়ের ৭৮ একর জমি থেকে ৪০০০ পরিবারকে উচ্ছেদ করার উত্তরাখণ্ড হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই আদেশের পর আপাতত ৪ হাজার পরিবারের বাড়ি ধ্বংস হবে না। নোটিশ পাঠানোর সময় সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড সরকার এবং রেলওয়ের কাছেও এই বিষয়ে উত্তর চেয়েছে। আদালত বলেছেন, রাতারাতি ৫০ হাজার মানুষকে সরানো যায় না
৬. যোশীমঠে ভূমিধসের কারণে পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। ভূমিধসে এখন সমস্ত ওয়ার্ড তলিয়ে গেছে। গোটা পরিস্থিতির বিষয়ে চরম উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি খতিয়ে দেখতে পিএমও বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ টিম নজরদারি চালাচ্ছে। জয়েন্ট ম্যাজিস্ট্রেট দীপক সাইনি জানিয়েছেন যে পিএমও থেকে এই বিষয়ে ক্রমাগত আপডেট নেওয়া হচ্ছে। এখানে মানুষ যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেদিকেও পূর্ণ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
৭. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে খুশি মাইক্রোসফট কর্তা সত্য নাদেলা। মোদীর ডিজিতাল ইন্ডিয়ার ভাবনাকে স্বাগত জানালেন তিনি। শুধু তাই নয় এই মর্মে ভারতকে সাহায্য করার আশ্বাসও দিলেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। এই বৈঠকের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন তিনি। এদিন টুইটে মোদীর ডিজিটাল ইন্ডিয়ার ভাবনারও প্রসংশা করেছেন নাদেলা।
৮. শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ ১৬ রানে হেরে গেল ভারতীয় দল। ফলে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। শনিবার শেষ ম্যাচে হবে সিরিজের ফয়সলা। অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদবের অসামান্য লড়াইয়ের পরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ১৬ রানে হেরে গেল ভারতীয় দল। ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে যখন ভারতীয় দল বড় ব্যবধানে হারের আশঙ্কায়, তখন সূর্যকুমারের সঙ্গে ক্রিজে যোগ দেন অক্ষর।
৯. কেন্দ্র সরকার বৃহস্পতিবার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নিষিদ্ধ করেছে। এই গোষ্ঠী পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার প্রক্সি হিসেবে কাজ করত বলে পিটিআই জানিয়েছে। এলইটি কমান্ডার মহম্মদ আমিন ওরফে আবু খুবাইব, যিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন, তাকে কুখ্যাত জঙ্গি ঘোষণা করা হয়েছে। TRF জঙ্গি সংগঠনটি ২০১৯ সালে গঠিত হয়েছিল৷ স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, সংগঠনটি অনলাইনে যুবকদের নিয়োগ করছে এবং তাদের জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত করছে৷
১০. কৌতুক শিল্পী কুণাল কামরার বিরুদ্ধে দায়ের আদালত অবমাননার মামলা থেকে সরলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ২০২০ সালে একটি আত্মহত্যা মামলায় নাম জড়ায় সর্বভারতীয় স্তরের এক সাংবাদিকের। সুপ্রিম কোর্টে জামিন পান ওই সাংবাদিক। তা নিয়ে ট্যুইট করেছিলেন কুণাল। তার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।