Tripura Assembly Election 2023 Result News: লেটেস্ট আপডেট প্রকাশ করল নির্বাচন কমিশন, ত্রিপুরায় এগিয়ে কোন দল?

পাবিয়াছেরা কেন্দ্রে পিছিয়ে পড়েছে বিজেপি। অন্যান্য কেন্দ্রে কোন কোন দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই?

Web Desk - ANB | Published : Mar 2, 2023 7:07 AM IST

ত্রিপুরার বিধানসভা ভোটের গণনায় আজ হাড্ডাহাড্ডি লড়াই। ১৬ ফেব্রুয়ারি ভোটের পর ২ মার্চ বের হওয়া ফলাফলে বাংলার প্রতিবেশী এই রাজ্যের রাজনৈতিক সমীকরণে কোনও বদল আসে কিনা, সেই দিকে চোখ রেখেছিলেন সমস্ত ভোটাররা।

একদিকে লড়াই চালাচ্ছে বিজেপির সাথে আইপিএফটি জোট, অন্যদিকে রয়েছে বাম ও কংগ্রেসের মিলিত জোট এবং একাকী লড়ছে তিপরা মোথা। পাশাপাশি এবার ত্রিপুরার নির্বাচনী লড়াইতে নেমেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার আসনে বর্তমানে রয়েছে গেরুয়া শিবির।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ত্রিপুরার ৬০ টি বিধানসভার আসনের মধ্যে ৫৫ টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশনের তরফে শেষ পাওয়া আপডেট অনুযায়ী, বিজেপি জোট ৩২ আসনে, বাম-কংগ্রেস জোট ১৬, তিপরা মোথা ১১, অন্যান্য ১ আসনে এগিয়ে আছে।

তৃতীয় রাউন্ডের গণনার পর এগিয়ে গিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি প্রায় ৩০০ ভোটে পিছনে ফেলে দিয়েছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকে। অন্যদিকে, পাবিয়াছেরা কেন্দ্রে পিছিয়ে পড়েছেন শ্রম মন্ত্রী ভগবান দাস। দ্বিতীয় রাউন্ডের গণনার পর সেখানে ১৪০০ ভোটে এগিয়ে আছে কংগ্রেস। এখানে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সত্যবান দাস।

আরও পড়ুন-
Nagaland Vote Counting News: বিজেপি-এনডিপিপি জোটের বিরুদ্ধে ব্যাপক লড়াই দিচ্ছে এনপিএফ
Tripura Assembly Election Results 2023: ত্রিপুরায় জয় নিশ্চিত, নাকি ত্রিশঙ্কু ভোটেই সান্ত্বনা পেতে হবে বিজেপিকে? জোরদার টক্কর দিচ্ছে বিরোধী জোট
নয়া দিল্লিতে মোদী-মেলোনি সাক্ষাৎ, ভারতের প্রধানমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া

Share this article
click me!