আধার কার্ডের তথ্য আপডেটের ক্ষেত্রে চালু হল নতুন নিয়ম, নাগরিকদের জন্য বিশেষ সুবিধার উদ্ভাবন

দেশের নাগরিকদের বাড়তি সুবিধা প্রদান করার উদ্দেশ্যেই তথ্য বদল করার পদ্ধতি চালু করা হল বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) 

আধার কার্ডের ঠিকানা বদলের জন্য আর সশরীরে কোনও স্থানীয় কেন্দ্রে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই অনলাইনে বদল করা যাবে আধার কার্ডের ঠিকানা। সম্প্রতি এমনটাই ঘোষণা করল কেন্দ্র সরকার। তবে, এই কাজ সম্পন্ন করতে পরিবারের প্রধানের সম্মতি থাকতে হবে।

দেশের নাগরিকদের বাড়তি সুবিধা প্রদান করার উদ্দেশ্যেই বাড়িতে বসে অনলাইনে ঠিকানা বদল করার পদ্ধতি চালু করা হল বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃপক্ষ। তবে ঠিকানা বদলের জন্য আবেদনকারীর সঙ্গে পরিবারের প্রধানের সম্পর্কের পরিচয় সম্পর্কিত নথি অনলাইনে জমা করতে হবে। নিজদের এবং পরিবারের প্রধানের পরিচয়পত্র দাখিল করে ঠিকানা বদল করার পদ্ধতিতে ফি দিতে হবে মাত্র ৫০ টাকা।

Latest Videos

সম্প্রতি UIDAI-এর তরফে ঘোষণা করা হয়েছে, ঠিকানা বদল করার জন্য আবেদনকারীর সঙ্গে পরিবারের প্রধানের সম্পর্কের পরিচয় হিসাবে রেশন কার্ড, মার্কশিট, বিয়ের শংসাপত্র, পাসপোর্ট সহ পরিচয়পত্রের যে কোনও একটি নথি থাকলেই চলবে। যেখানে আবেদনকারী ও পরিবারের প্রধান, উভয়ের নামই একত্রে উপস্থিত থাকবে। যদি দুজনের কারুরই এমন ধরনের কোনও পরিচয়পত্র না থাকে, তাহলে পরিবারের প্রধান নিজের লেখা কোনও স্ব-ঘোষণাপত্রও জমা করে আবেদনকারীর ঠিকানা বদলে সাহায্য করতে পারবেন।

UIDAI-এর নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ঠিকানা বদলের জন্য আবেদন জমা দিতে হবে। UIDAI-এর তরফে জানানো হয়েছে যে, বিভিন্ন কারণে বহু মানুষ দেশের ভিতরেই শহর বা বাড়ি বদল করেন। এই প্রক্রিয়া চালু হয়ে গেলে প্রত্যেকেরই অনেক সুবিধা হবে এবং প্রক্রিয়ার পদ্ধতি সহজতর হওয়ায় মানুষকে অযথা সময়ও ব্যয় করতে হবে না।

উল্লেখ্য, আধার কার্ডে বদলের সম্পূর্ণ প্রক্রিয়াটি OTP (মোবাইল নম্বরে আসা সাময়িককালের পাসওয়ার্ড)-এর ভিত্তিতে হবে এবং পরিবারের প্রধানের মোবাইল নম্বরেই OTP-টি আসবে। যদি পরিবারের প্রধান তাঁর পরিবারের সদস্যের ঠিকানা বদলের আবেদন অগ্রাহ্য করেন অথবা অসম্মতি দেন, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে। কিন্তু, ঠিকানা বদলের প্রক্রিয়া চলাকালীন মাঝপথে বাতিল হয়ে গেলেও প্রক্রিয়ার শুরুতে ফি বাবদ যে ৫০ টাকা নেওয়া হয়েছিল, সেটা ফেরত পাওয়া যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছে UIDAI কর্তৃপক্ষ।

আরও পড়ুন-
জানুয়ারির শুরুতেই চিনে ভয়ঙ্কর হয়ে উঠেছে কোভিড, প্রতিদিন জরুরি ভিত্তিতে ভর্তি হচ্ছেন প্রায় ১৬০০ রোগী
পশ্চিমবঙ্গে আপাতত হচ্ছে না অমিত শাহ এবং জে পি নাড্ডার সভা, বিজেপি শিবিরে চাপা হতাশা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury