সংক্ষিপ্ত
পশ্চিমবঙ্গে মহার্ঘভাতা বৃদ্ধি নিয়ে গত কয়েক বছর ধরেই রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মীদের একাংশের টানাপোড়েন চলছে। এই বিবাদ সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে।
পশ্চিমবঙ্গে যখন সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মীদের একাংশের বিরোধ সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে, তখন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি একাধিক রাজ্য সরকারও মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। অশান্তিতে জর্জরিত মণিপুর সরকার কয়েকদিন আগেই সরকারি কর্মীদের বর্ধিত হারে মহার্ঘভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সরকারও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ইংরাজি নতুন বছরের শুরুতেই ঝাড়খণ্ড সরকার মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ঝাড়খণ্ডের সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৩ শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ডের মন্ত্রিসভার বৈঠকে ৩% মহার্ঘভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে। ফলে এবার থেকে ৫৩% হারে মহার্ঘভাতা পাবেন ঝাড়খণ্ডের রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীরাও ৫৩ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। ঝাড়খণ্ড সরকার এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একই সারিতে আছে। নতুন হারে মহার্ঘভাতা কবে থেকে দেওয়া হবে, সে কথাও ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। জানানো হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে এই বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে। ঝাড়খণ্ডের অবসরপ্রাপ্ত কর্মী তথা পেনশনভোগীরাও বর্ধিত হারে মহার্ঘভাতা পাবেন।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কী হবে?
কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকার মহার্ঘভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করলেও, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সেই তিমিরেই আছেন। এ রাজ্যের সরকারি কর্মীরা এখন ১৪ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার তো বটেই, ঝাড়খণ্ড সরকারের সঙ্গেও পশ্চিমবঙ্গ সরকারের মহার্ঘভাতার ফারাক ৩৯ শতাংশ। ২০২৩ সালের বড়দিনে মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেরকম কিছু হয়নি। রাজ্য সরকার আগ বাড়িয়ে মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করবে বলে কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্য
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। মঙ্গলবার শুনানি হতে পারে। সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকে তাকিয়ে রাজ্য সরকার ও সরকারি কর্মীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কেন্দ্রের থেকে অনেক কম হারে ডিএ! তারপরেও ঠকানো হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের? বিরাট তথ্য ফাঁস
সরকারি কর্মচারি থেকে কৃষক-এই দিওয়ালিতে হাসি ফুটল সবার মুখে, বাড়ল ডিএ-এমএসপি
দুর্দান্ত খবর, সামনের মাসেই বাড়তে চলেছে সরকারি কর্মচারিদের ডিএ! বাড়তি কত টাকা ঢুকবে পকেটে?