ইউপিএসসি সিভিল সার্ভিস মেইনসের ফলপ্রকাশ, শীর্ষে শ্রুতি শর্মা

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সিভিল সার্ভিসের প্রধান পরীক্ষা ২০২১ এর ফলাফল ঘোষণা করেছে। এবারের ইউপিএসসি পরীক্ষার শীর্ষে রয়েছে শ্রুতি শর্মা।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সিভিল সার্ভিসের প্রধান পরীক্ষা ২০২১ এর ফলাফল ঘোষণা করেছে। এবারের ইউপিএসসি পরীক্ষার শীর্ষে রয়েছে শ্রুতি শর্মা।  ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী হয়েছেন, অঙ্কিতা আগরওয়াল। এবং গামিনী সিংলা তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন। উল্লেখ্য,  ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি পরীক্ষা তিনটি পর্যায়ে পরিচালিত হয় - প্রাথমিক, প্রধান পরীক্ষা এবং ইন্টারভিউ। মূল পরীক্ষা এবং ইন্টারভিউতে পারফরম্যান্সের ভিত্তিতেচূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়। যে প্রার্থীরা ইউপিএসসি মেইনস পরীক্ষায় ২০২১ এ বসেছিলেন, তাঁরা ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in এ তাঁদের ফলাফল দেখতে পারেন।

 এদিন ইউপিএসসি পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তাতে আইএএস, আইপিএস, আইএফএস, সেন্ট্রাল সার্ভিস ‘এ’ ও সেন্ট্রাল সার্ভিস ‘বি’ তে মোট ৬৮৫ জন জায়গা করে নিয়েছেন। তার মধ্যে নতুন আইএএসের সংখ্যা ১৮০। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে জায়গা করে নিয়েছেন ৩৭ জন। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে নিয়োগ পেয়েছেন ২০০ জন। ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী হয়েছেন, অঙ্কিতা আগরওয়াল। এবং গামিনী সিংলা তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন। UPSC CSE 2021 চড়ান্ত ফলাফলে মোট ৬৮৫ জন প্রার্থীকে চূড়ান্ত তালিকায় বেছে নেওয়া হয়েছে। এছাড়াও অস্থায়ী নির্বাচনের জন্য ৮০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। ফলাফল ঘোষণার ১৫ দিন পর নম্বর ঘোষণা করা হবে। এর আগে কমিশন ১৭ মার্চ সিভিল সার্ভিসেস মেইনস ২০২১-র ফল প্রকাশ করেছিল। মূল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ ৫ এপ্রিল থেকে ২৬ মে ২০২২ পর্যন্ত হয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিসের পরীক্ষা ২০২১ এর নিয়োগের মাধ্যমে, আইএএস, আএফএস, আইপিএস, গ্রুপ এ এবং গ্রুপ বি ৭৪৯ টি পদ পূরণ করা হবে।

Latest Videos

 আরও পড়ুন, হাইমাদ্রাশার ফল প্রকাশ, শীর্ষে মালদহ, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, জানুন কীভাবে ফল দেখবেন

আরও পড়ুন, গুগলে দেড় কোটি টাকার চাকরি পেলেন নদিয়ার দেবর্ষি, তাক লাগালেন যাদবপুরের পড়ুয়া

প্রতিবছর লক্ষলক্ষ প্রার্থী আইএএস,আইপিএস অফিসার হওয়ার আকাঙ্খায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিসের পরীক্ষায় বসে।এই পরীক্ষাটি দেশের অন্যতম চ্যালেঞ্জিং, প্রতিযোগীতামূলক পরীক্ষা হিসেবেই ধরা হয়। ইউপিএসসি পরীক্ষাটি তিনটি পর্যায়ে পরিচালিত হয়। প্রাথমিক, মেইনস এবং ইন্টারভিউ। মেইনস এবং ইন্টারভিউতে পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।চলতি বছরে মূল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ ৫ এপ্রিল থেকে ২৬ মে ২০২২ পর্যন্ত হয়। সারা দেশের প্রচুর পরীক্ষার্থী এই চাকরি পরীক্ষায় সফল হয়ে জীবনের অন্যতম সম্মান জিতে নেয়। কারণ জাতীয় স্তরে এই চাকরি খুবই সুন্দর জীবনধারা এবং সুযোগ সুবিধা, স্বীকৃতি দিয়ে থাকে। 

আরও পড়ুন, 'সীতা'-র পাতাল প্রবেশের মন্তব্যের জের, ত্রিপুরা আদালতে জামিন কুণালের 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today