করোনার মত মহামারী ঠেকাতে উপায় বের করুন, ডিআরডিওকে আবেদন উপরাষ্ট্রপতির

দেশ যেন করোনার মত মহামারীর মোকাবিলা করতে প্রস্তুত হয়। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র গবেষকদের কাছে আবেদন জানালেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। 

Parna Sengupta | Published : Aug 30, 2021 2:26 PM IST

দেশ যেন করোনার মত মহামারীর মোকাবিলা করতে প্রস্তুত হয়। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র (DRDO) গবেষকদের কাছে আবেদন জানালেন ভারতের উপরাষ্ট্রপতি (Vice President) এম ভেঙ্কাইয়া নাইডু (M Venkaiah Naidu)। তিনি বলেন করোনা মোকাবিলায় যেভাবে কাজ করেছে ডিআরডিও, তা প্রশংসার যোগ্য। 

এদিন উপরাষ্ট্রপতি ভবিষ্যতে যে কোনো মহামারীর হুমকি মোকাবিলায় ডিআরডিও বিজ্ঞানীদের গবেষণা আরও জোরদার করতে বলেন। ভিপি উপ-রাষ্ট্রপতি নিবাসে DIPAS- এর বিজ্ঞানী এবং ফ্রন্টলাইন কর্মীদের সাথে দেখা করেন ভেঙ্কাইয়া নাইডু। কোভিড-১৯য়ের চিকিৎসা ও ব্যবস্থাপনায় ডিআরডিও ল্যাবের ভূমিকার প্রশংসা করেন তিনি।

Latest Videos

এদিন DRDO চেয়ারম্যান, জি সত্যেশ রেড্ডি কোভিড -১৯ মোকাবিলায় ডিআরডিও-র তৈরি করা বিভিন্ন পণ্য ও যন্ত্রপাতি সম্পর্কে ভাইস প্রেসিডেন্টকে অবহিত করেন। উপ-রাষ্ট্রপতি ডিপাস থেকে প্রায় ২৫ জন বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদকে উপ-রাষ্ট্রপতি নিবাসে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন ডিআরডিওর চেয়ারম্যান জি সতীশ রেড্ডি।

শুক্রবারের নমাজে এবার থেকে তালিবানদের গুরুত্ব বোঝাবেন ইমামরা, জারি ফতোয়া

মুসলিম নয়, শুধু হিন্দুদের আশ্রয় দিচ্ছে ভারত, দিল্লি থেকে বিতাড়িত হয়ে বিস্ফোরক আফগান সাংসদ

Bank Holidays in September : সেপ্টেম্বর মাসে কোন কোন দিনে বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

এই গবেষক দলের সঙ্গে কথা বলে ভেঙ্কাইয়া নাইডু জানান, গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। পৃথিবীর প্রতিটি মানুষের ওপর এর প্রভাব রয়েছে। কোভিড -১৯ চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য বিভিন্ন দেশীয় পণ্য বিকাশের জন্য DIPAS এবং অন্যান্য DRDO ল্যাবের প্রশংসা করে তিনি বলেন যে SARS-CoV-2 এর নতুন রূপের পরিপ্রেক্ষিতে, সতর্ক থাকতে হবে। আরও সাবধানতা অবলম্বন করে চললে এটি সেভাবে প্রভাব ফেলতে পারবে না। 

Share this article
click me!

Latest Videos

Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
উত্তপ্ত রায়দিঘি! আবাস তালিকা নিয়ে তৃণমূল-নির্দলের তুমুল সংঘর্ষ | South 24 Parganas News Today
'তৃণমূলের একটাই লক্ষ্য কাটমানি খাওয়া' ভরা মঞ্চে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News