Viral Video: এ কি কাণ্ড! হাই রোডের ওপর এমনি এমনি চলছে বাইক, পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন ‘সর্দারজি’

Published : Feb 02, 2024, 02:45 PM IST
viral

সংক্ষিপ্ত

পিছন দিক থেকে দেখলে মনে হবে যে, সেটি বোধহয় চালাচ্ছেন অন্য কেউ, সর্দারজি হয়তো শুধুমাত্র সওয়ারি হিসেবেই বসে রয়েছেন। কিন্তু, সামনে গেলেই লাগবে চমক!

আপন গতিতে ছুটে চলেছে বুলেট বাইক, তারই ওপর নিশ্চিন্ত মনে পায়ের উপর পা তুলে রাজার মতো বসে রয়েছেন এক ‘সর্দারজি’। তাঁর বাঁ পা রয়েছে গিয়ারের ওপর, সেই পায়ের ওপর বাঁ হাত এবং ডান পা রাখা, আর ডান হাতটি রাখা রয়েছে ডান পায়ের হাঁটুর ওপরে। সানগ্লাস ঢাকা চোখে ‘ডোন্ট কেয়ার’ ভঙ্গি। হাই রোডের ওপর দিয়ে তাঁকে সওয়ারি করে বাধ্য ঘোড়ার মতো নিজের গতিতে ছুটে চলেছে তাঁর বাইক। পিছন দিক থেকে দেখলে মনে হবে যে, সেটি বোধহয় চালাচ্ছেন অন্য কেউ, সর্দারজি হয়তো শুধুমাত্র সওয়ারি হিসেবেই বসে রয়েছেন। কিন্তু, সামনে গেলেই লাগবে চমক! 


-
 

ভাইরাল হওয়া ভিডিয়ো-তে সুস্পষ্টভাবে দেখা গিয়েছে যে, ওই বাইকে সর্দারজি হাত ছেড়ে একাই সওয়ার করছেন সম্পূর্ণ নির্ভয়ে। যা দেখেই আঁতকে উঠছেন নেটিজেনরা। বাইকের হাতলে তাঁর কোনও হাত নেই। কোন দিকে কীভাবে বাইক এগোচ্ছে, সেদিকেও তাঁর কোন ভ্রুক্ষেপ নেই। বিলাসবহুল তাকিয়ায় বসে থাকার মতোই দ্রুত গতির বাইকের আসনে বসে রয়েছেন তিনি। নিজে নিজে রাস্তা বুঝে নিয়ে আপন দিশায় সজোরে ছুটে চলেছে বাইকটি।

-
 

আসলে সর্দারজি তাঁর রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ‘অটো-পাইলট’ (ফ্রি-হ্যান্ডেড) পর্যায়ে রেখেছিলেন। আর এভাবেই পাটিয়ালা সামানা রোডের ওপর বাইকটি আপন গতিতে এগিয়ে চলছিল। এমন ভাবে অনেকে চালালেও, এমন পাশ ফিরে বসে এগিয়ে যাওয়ার দৃশ্য এই প্রথম দেখা গেল। এই কারণেই ভিডিওটি ভাইরাল হয়েছে। 

 

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo