ক্লাসরুমে চুম্বনে মত্ত দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া, ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ

Published : Jan 27, 2020, 12:35 PM ISTUpdated : Feb 03, 2020, 01:43 PM IST
ক্লাসরুমে চুম্বনে মত্ত দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া, ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ

সংক্ষিপ্ত

  স্কুলের ভেতর  ক্লাসরুমে চলছে চুম্বন দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রী ব্যস্ত চুম্বনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই ভিডিও স্কুলের কাছে করা হল রিপোর্ট তলব

ক্লাসরুমের ভেতরেই একে অপরকে চম্বন করছে দুই ছাত্র-ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। আর তা নিয়েই এবার তদন্তের নির্দেশ দিল গুজরাতের শিক্ষা দফতর। তলব করা হয়েছে রিপোর্ট।

আরও পড়ুন: বাগদাদের মার্কিন দূতাবাসে ফের হামলা, ক্যাফেটেরিয়ায় এসে পড়ল রকেট

ঘটনাস্থল গুজরাতের পঞ্চমহল জেলা। সেখানকার মরভা হাদফের ক্রুশিকার স্কুলের একটি ক্লাসরুমে তোলা হয়েছে ভিডিওটি। দেখা যাচ্ছে এক দ্বাদশ শ্রেণির ছাত্র ও এক ছাত্রী দুজনে একে অপরকে চুম্বনে মেতে রয়েছে। 

 

 

ক্রুশিকার স্কুল কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে শিক্ষা দফতর। " ক্রুশিকার সেকেন্ডারি স্কুলের কাছে ভিডিওটি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।" জানিয়েছেন পঞ্চমহলের জেলা শিক্ষা অধিকর্তা বিএস পঞ্চল। এদিকে স্কুলের ভিতরেই যে ভিডিওটি রেকর্ড করা হয়েছে তা শিক্ষা দফতরের কাছে স্বীকার করেছেন প্রিন্সিপল।

আরও পড়ুন: চিনে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৮০ , সরকারি ভাবে আক্রান্ত ২,৭০০

বিষয়টি দুই পড়ুয়ার বাড়িতেও জানান হয়েছে স্কুলের পক্ষ থেকে। স্কুলের অশিক্ষককর্মী ও সুপারভাইজারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান প্রিন্সিপল অশ্বীন প্যাটেল। 

PREV
click me!

Recommended Stories

জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা
আর্টিলারি বৈঠকে সেনাপ্রধান, প্রযুক্তি-চালিত যুদ্ধের প্রশিক্ষণ পর্যালোচনা