'মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের আচরণ মহাজনের মতোন', DA শুনানিতে বাংলাকে তোপ শীর্ষ আদালতের

Published : Aug 06, 2025, 01:35 PM IST

Supreme Court On DA Case: কেন্দ্রীয় হারে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। যা নিয়ে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে। এই ইস্যুতে এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্ট। কী বলল আদলত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যলারি…

PREV
15
ডিএ নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি রাজ্য সরকারি কর্মচারীদের। যা নিয়ে  এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দাবি, ডিএ কখনই মৌলিক অধিকার হতে পারে না। ফলে রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের ডিএ দেবে রাজ্য। এরজন্য কোনও রাজ্যকে বাধ্য করা যায় না। 

25
মৌলিক অধিকার নয় ডিএ

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী ছিলেন শ্যাম দেওয়ান। তিনি জানান, আগের মামলার রায় অনুযায়ী ডিএ-কে মৌলিক অধিকার বলা যায় না। তিনি এও যুক্তি দেন যে, মহার্ঘভাতা একান্তই সরকারের বিবেচনাধীন এবং এটি রাজ্যের আর্থিক পরিস্থিতি অনুযায়ী বিবেচিত হয়। কেন্দ্রের হারে ডিএ দিতে কোনও রাজ্যকে  বাধ্য করা যায় না। 

35
বেতন নিয়ে সুপ্রিম শুনানি

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কত হবে তা ঠিক করে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই বিষয়টি নিয়েও শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ডিএ মামলায় রাজ্যের আরেক আইনজীবী কপিল সিব্বল। তিনি সওয়ালে বলেন, ‘’দেশের ১৩টি রাজ্য কেন্দ্রের থেকে আলাদা আলাদা হারে ডিএ দিয়ে থাকে।''  এক্ষেত্রে ডিএ মামলার প্রভাব যে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের সরকারি কর্মীদের উপর পড়তে পারে বলেও আদালতে যুক্তি দেয় রাজ্য। 

45
ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে তোপের মুখে রাজ্য

এদিকে বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। এদিনের সুপ্রিম শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চের পর্যবেক্ষণ, কর্মীদগের প্রাপ্য ডিএ না দিয়ে মহাজনের মতোন টাকা আটকে রেখে অন্য জায়গায় খাটাচ্ছে রাজ্য সরকার। এদিনের শুনানির শুরুতে বিগত দিনের ২০০৬-২০০৮ সাল এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গে সওয়াল করেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী। সেই মামলার সওয়ালেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা জানায় আদালত। 

55
ডিএ নিয়ে ফের মুখ পুড়ল রাজ্যের

জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি। গতকাল রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে দাবি করেছিলেন যে, ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। আর তারপর আজ ডিএ মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। রাজ্য মহাজনের মতো টাকা আটকে রেখেছে। তবে এখন দেখার পুজোর আগে কোন দিকে যায় ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী বনাম রাজ্য সরকারের এই তরজা। 

Read more Photos on
click me!

Recommended Stories