মার্চেই জ্বলে পুড়ে যাবে গোটা দেশ, বাংলা-সহ তাপপ্রবাহের পূর্বাভাস দেশের এই রাজ্যগুলিতে

Published : Mar 15, 2025, 03:49 PM IST

Weather In March: মার্চের শুরু থেকেই তাপমাত্রার পারদ চড়ছে গোটা দেশে। বাদ নেই এই রাজ্যই। এই অবস্থায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। 

PREV
110
মার্চের তীব্র গরম

মার্চের শুরু থেকেই তাপমাত্রার পারদ চড়ছে গোটা দেশে। বাদ নেই এই রাজ্যই। এই অবস্থায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

210
তাপমাত্রা বৃদ্ধি

আবহাওয়া দফতরের হিসেবে অনুযায়ী মার্চের প্রথম থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। মহারাষ্ট্র, গুগরাট , রাজস্থানে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি তাপমাত্রা।

310
তাপপ্রবারের ইঙ্গিত

শুষ্ক গরম হাওয়ার জেরে সপ্তাহের শেষেই তাপপ্রবাহের অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন।

410
রেড অ্যালার্ট জারি

আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চেই চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পরে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে গুজরাটে।

510
কমলা সতর্কতা

মহারাষ্ট্র, দক্ষিণ-পশ্চিম রাজস্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

610
ভুজের তাপমাত্রা

গুজরাটে ভুজের তাপমাত্রা এই বসন্তেই ৪২ ডিগ্রি পেরিয়েছে। গান্ধীনগর আর আমেদাবাদের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

710
উষ্ণরাজ্য গুজরাট

মার্চে গোটা দেশের তাপমাত্রার হিসেবে এখনই উষ্ণ রাজ্যের তকমা পেয়েছে গুজরাট। রাজ্যের প্রায় সবকটি শহরের তাপমাত্রাই ৪০ ডিগ্রির ওপরে।

810
বৃষ্টির সম্ভাবনা

দিল্লির বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি আনছে। তবে তা বেশিদিন স্থায়ী হবে না।

910
বৃষ্টির পূর্বাভাস

আইএম়ডির পূর্বাভাস অনুযায়ী আজ পর্যন্ত জম্মু ও কাশ্মীর, পূর্ব বিহার, পশ্চিমবঙ্গ-সহ একধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

1010
বাংলায় আবহাওয়ার পূর্বাভাস

শনিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে গরমের দাপট সবথেকে বেশি থাকতে পারে। রবিবারও বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে তাপপ্রবাহ চলবে।

click me!

Recommended Stories