একের পর এক ড্রাইভার-গার্ড করোনা আক্রান্ত, শিয়ালদহ সেকশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

Published : Apr 20, 2021, 07:19 PM IST
একের পর এক ড্রাইভার-গার্ড করোনা আক্রান্ত, শিয়ালদহ সেকশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

সংক্ষিপ্ত

রাজ্যে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ করোনার জেরে রেলের অবস্থাও তথৈবচ রেল কর্মীদের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ প্রভাব পড়েছে লোকাল ট্রেনের পরিষেবায়

করোনা আক্রান্ত একের পর এক ট্রেনের ড্রাইভার, গার্ড। কার্যত বাধ্য হয়েই পূর্ব রেলের পক্ষ থেকে লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ সেকশনে কমপক্ষে ৫৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। পূর্ব রেল জানিয়েছে শিয়ালদহ সেকশনে প্রায় ৯০ জন চালক করোনা আক্রান্ত হয়েছেন।

শিয়ালদহ সেকশনে লোকাল ট্রেন বাতিল করা হলেও, হাওড়া ডিভিশনেও ট্রেন বাতিল করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া না হলেও সূত্রের খবর এই ডিভিশনেও বেশ কয়েক জোড়়া লোকাল ট্রেন বাতিল করা হবে। পরিষেবা স্বাভাবিক রাখার জন্য কোনো দূরপাল্লার মেল ট্রেন বাতিল করা হয়নি। 

আরও পড়ুন - করোনার টিকাকরণ নিয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছে কেন্দ্র, চিঠি লিখে মোদীকে কড়া আক্রমণ মমতার

রাজ্যে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে রেলের অবস্থাও তথৈবচ। দৈনিক পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত থাকা রেল কর্মীদের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ফলে প্রভাব পড়েছে লোকাল ট্রেনের পরিষেবায়।  

পূর্ব রেলের মুখপাত্র একলব্য চক্রবর্তী জানান, করোনা পরিস্থিতি ক্রমশ থাবা বসাচ্ছে। ৯০ জন চালক ও গার্ডের ডিউটি আপাতত স্থগিত করা হয়েছে। ফলে বাধ্য হয়েই ট্রেন বাতিল করতে হচ্ছে। তবে অফিস টাইমের ট্রেনের সংখ্যা যাতে না কমে, সেদিকে নজর রাখা হয়েছে। যাত্রীদের সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। 

অন্যদিকে, করোনা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল। জানানো হয়েছে, প্রতিটি কোচকে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। সিট থেকে বগির প্রতিটি অংশ স্যানিটাইজ করা হচ্ছে।  

এদিকে, মঙ্গলবার কেন্দ্রকে টিকাকরণ নিয়ে কড়া চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দেশ জুড়ে টিকাকরণ নিয়ে ফাঁকা আওয়াজ দিয়ে চলেছে কেন্দ্র। অথচ কেন্দ্রের মোদী সরকার কাজের কাজ কিছুই করছে না। 

আরও পড়ুন - এবার বছরে ৭০ কোটি ডোজ, করোনা টিকার আকালে দারুণ সুখবর দিল ভারত বায়োটেক

গত এক মাসে ১৭গুণ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ২০২০ সালের থেকে ২০২১ সালের করোনা আক্রান্তের সংখ্যার দ্রুত গতি বিশেষজ্ঞদের আশঙ্কা বাড়াচ্ছে। ১৬ হাজার থেকে করোনা আক্রান্তের সংখ্যা ২,৭৫,০০০। বিশেষজ্ঞরা বলছেন আগামী এক মাসে আইসিইউ বেডের আকাল দেখা দিতে চলেছে। 

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ২০ লক্ষ ৩১ হাজার ৯৯৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৭৬১ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ৩১ লক্ষ ৮ হাজার ৫৮২। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের।

গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৮৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জনে।

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত
Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!