Water Supply: 'জলস্বপ্ন' প্রকল্প নিয়ে কেন্দ্রকে জোড় টেক্কা দিল রাজ্য জল সরবরাহে দেশের শীর্ষে বাংলা

কেন্দ্রের কাছে কাছে বিরাট সাফল্য পেল মমতা সরকার। বিধানসভা ভোটকে নজরে রেখে এক সময় যে প্রকল্পের সূচনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী এবার বিধানসভা ভোটের পরে সেই প্রকল্পকে স্বীকৃতি দিল কেন্দ্র। গ্রামে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার নিরিখে এবার দেশের মধ্যে শীর্ষ স্থানে বাংলা। 
 

জল ছাড়া বেঁচে থাকাই এক প্রকার কঠিন। কথাতেই বলে জলের অপর নাম জীবন। তবে এখনও আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেখানে পানীয় জলের (Drinking Water) সমস্যা আজও বহাল। প্রতিদিনের পানীয় জল পেতে তাঁদের অনেক ঝুঁকি পেরোতে হয়। এবার সেই পানীয় জল (Drinking Water) পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এগিয়ে গেল বাংলার নাম। গ্রামে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে উত্তরপ্রদেশ- বিহারসহ কেন্দ্রীয় সরকার শাসিত এমন একাধিক রাজ্যকে পিছনে ফেলে শীর্ষে উঠে এলো বাংলার (West Bengal) নাম। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর (Tamilnadu) নাম। 

Latest Videos

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সূচনা করেছিলেন 'জলস্বপ্ন' প্রকল্প। এই প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'এটা আমার স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পটিকে নিয়ে সকলে স্বপ্ন দেখুন। গর্ব অনুভব করুন। জলস্বপ্ন বাস্তবায়িত হলে মা-বোনেদের দূরে গিয়ে জল আনতে হবে না।'  বর্তমানে এই প্রকল্পে গ্রামীণ এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। এর আগে ও ২০২১-এর আগস্ট মাসে প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ২৫৬টি বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়ে দেশের মধ্যে প্রথম হয়েছিল বাংলা (West Bengal)।  এরপর সেপ্টেম্বর এবং অক্টোবরে কাজের গতি কিছুটা কমে যায়। এবার নভেম্বরে এসে প্রায় ২ লক্ষ ৪০ হাজার ৯৪৩টি বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়ে পুনরায় দেশের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে বাংলা (West Bengal)। 

আরও পড়ুন- Mamata in Mumbai: 'দেশ এবার মহিলা প্রধানমন্ত্রী চায়' মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বললেন রিচা চাড্ডা

বুধবার কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের নভেম্বর মাসের রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টেই সবার উপরে রয়েছে 'জলস্বপ্ন' প্রকল্পের নাম। এই প্রসঙ্গে মন্ত্রী মন্ত্রী পুলক রায় (Pulak Roy) বলেন, 'এখনও পর্যন্ত ‘জলস্বপ্ন’ প্রকল্পের দ্বারা প্রায় ২৭ লক্ষ ৭০ হাজার ২৫০টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। এর আগে আগস্ট মাসে ও দেশের মধ্যে প্রথম ছিল বাংলা (West Bengal)। মাঝে কিছুটা পিছিয়ে পড়লেও নভেম্বরে আবার আগের মাসের রেকর্ড ভেঙে দেশের মধ্যে প্রথম সস্থানের জায়গা দখল করে নিয়েছে বাংলা।' সেইসঙ্গে ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে বলে ও আশ্বাস দেন মন্ত্রী। 

আরও পড়ুন- Mamata in Mumbai: মুম্বইয়ে পৌঁছেই শাহরুখের পাশে দাঁড়ালেন মমতা একহাত নিলেন বিজেপিকে

উল্লেখ্য, 'জলস্বপ্ন' প্রকল্পের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন যে, 'দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হলেও শেষ হতে পাঁচ বছর সময় লাগবে।' তবে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র- রাজ্যের তরজা যখন চরমে উঠেছিল সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নির্বাচনী প্রচারে এসে রাজ্যে পানীয় জল সরবরাহ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মোদী জানিয়েছিলেন জল প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করার পরও সঠিকভাবে কাজ করছে না রাজ্য।  তবে এবার বিধানসভা নির্বাচনের পরে দেখা গেল অন্য চেহারা। রাজ্য সরকারের (West Bengal Govt) জল সরবরাহ প্রকল্পকেই স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার (Central Govt)। 

আরও পড়ুন- BJP Vs Mamata: জাতীয় সঙ্গীতকে অপমান, মমতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপির

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury