ভারতের অখণ্ডতাকে নিয়ে চ্যালেঞ্জকারীদের সঙ্গে কেন সম্পর্ক রয়েছে রাহুলের ? জোর নিশানা মালব্য-র

নেপালে বন্ধুর বিয়েতে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর সেখানে গিয়েই বিপাকে জড়িয়েছেন তিনি। আজ ফের রাহুল গান্ধী-কে তোপ দাগলেন অমিত মালব্য। 

ফের রাহুল গান্ধী-কে তোপ দাগলেন অমিত মালব্য। নেপালে বন্ধুর বিয়েতে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর সেখানে গিয়েই বিপাকে জড়িয়েছেন তিনি। মূলত সম্প্রতি পুরনো ভিডিও পোস্ট করে রাহুল গান্ধীকে নিশানা করেন বিজেপির মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য। যেখানে রাহুল গান্ধীকে নাইটক্লাবে এক বিদেশী মহিলার সঙ্গে দেখা গিয়েছে। যা নিয়ে টুইট করে খোঁচা দেন গেরুয়া শিবিরের শীর্ষ নের্তৃত্ব। কিন্তু এখানেই শেষ এবার, ফের বুধবার সকালে টুইট করে তোপ দেগেছেন বিজেপির মুখপাত্র  অমিত মালব্য।

 

এদিন বিজেপির মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে, সরাসরি আক্রমণ করেছেন খোদ রাহুল গান্ধীর বন্ধু সুমনিমা উদাসকে। এদিকে এই সুমনিমা উদাসের বিয়ে উপলক্ষেই নেপাল গিয়েছেন রাহুল গান্ধী। এদিন বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, রাহুল গান্ধী নেপালের কূটনৈতিকের মেয়ে সুমনিমা উদাসের বিয়েতে যোগ দিয়েছেন। যিনি ভারতের উত্তারাখণ্ডের অঞ্চলের উপর নেপালের অধিকারের দাবিকে সক্রিয়ভাবে সমর্থন করেন। মালব্য আরও লেখেন, চিন থেকে নেপাল, ভারতের অখণ্ডতাকে যারা চ্যালেঞ্জ করছে, এমন লোকের সঙ্গে কেন সম্পর্ক রয়েছে রাহুল গান্ধীর, বলে প্রশ্ন তুলেছেন বিজেপির মুখপাত্র ।

আরও পড়ুন, নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন প্রশান্ত কিশোর, সাতসকালেই বড় ইঙ্গিত পিকে-র টুইটে

 প্রসঙ্গত,  পুরনো ভিডিও পোস্ট করে রাহুল গান্ধীকে নিশানা করেন বিজেপির মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য।  যেখানে রাহুল গান্ধীকে একটি নাইটক্লাবে দেখা গেছে। সঙ্গে রয়েছেন এক বিদেশী মহিলা। তাঁর হাতে বোতলও রয়েছে। ব্যাকগ্রাউন্ডে তারশ্বরে গান বাজচ্ছে। অনেকেই সেই গানের তালে তালে নাচছেন। এই ভিডিও পোষ্ট করে অমিত মালব্য বলেছেন, 'যখন মুম্বই হামলা হয়েছিল তখন রাহুল গান্ধী বিদেশের  নাইটক্লাবে ব্যস্ত ছিলেন। রাতের পার্টির অংশ ছিলেন তিনি। এটা প্রায়ই তিনি করে থাকেন। কিন্তু মজার বিষয় হল, কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী আঘাত পেতে পারে বলে কংগ্রেস তাঁকে প্রেসিডেন্ট নিয়োগ করতে চাইছে না।'  

 

 

মূলত, ওই ভিডিও নিয়ে টুইট করে পদ্ম শিবিরের একাধিক নেতা। টুইট করে রাহুলের সঙ্গে থাকা ওই মহিলার পরিচয় জানানো হয় নেপালে নিয়ুক্ত চীনের রাষ্ট্রদূত হিসেবে। এরপরেই জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। টুইট করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন, বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি বলেছেন, এটি রাহুল গান্ধীর ব্যাক্তিগত জীবনের বিষয় নয়। কার সঙ্গে রয়েছেন রাহুল গান্ধী, চিনের এজেন্টের সঙ্গে রয়েছেন, বলে প্রশ্ন করেন তিনি। রাহুল গান্ধী সেনাবাহিনীর বিরুদ্ধে যা টুইট করেছেন, তা কি চিনের চাপে, প্রশ্ন করা হবে। প্রশ্ন রাহুল গান্ধীর নয়, দেশের, বলে জোর নিশানা করেন মূলত বিজেপি নেতা কপিল মিশ্র।

আরও পড়ুন, 'জার্মানির সুপার পার্টনার ভারত', সফরে বার্লিনের মন জয় করলেন নরেন্দ্র মোদী

আরও পড়ুন, বার্লিনে খুদের গলায় দেশাত্ববোধক গান, তুড়ি মেরে তাল দিলেন মোদী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই