Speaker Om Birla On Rahul Gandhi: অনুমতি দেওয়ার জন্য রাহুলকে 'শিক্ষা' স্পিকারের, দিলেন কড়া ধমক

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের  ধন্যবাদ প্রস্তাবে বিরোধী পক্ষের থেকে প্রথমেই ভাষণ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় ২৫ মিনিটের ভাষণে তিনি চড়াসুরেই আক্রমণ করেন মোদী সরকারকে। তীব্র সমালোচনা করেন বিজেপি সরকারের বিদেশনীতির। সেই সময়ই তিনি বলেন 'রাজা কারও কথা শোনে না।'

বুধবার ভারতের বিদেশনীতি নিয়ে কেন্দ্র নরেন্দ্র মোদী (Narendia Modi) সরকারের তীব্র সমালোচনার পাশাপাশি রাহুল গান্ধী (Rahul Gandhi) লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন। সংসদীয় নিয়মে হস্তক্ষেপ করার জন্য ওয়াইনাডের সাংসদ রাহুল গান্ধীকে শিক্ষাদেন স্পিকার ওম বিড়লা (Speaker Om Birla)। বুধবার লোকসভায় (Lok Sabha) এক প্রবীণ কংগ্রেস নেতা নিজের ভাষণের সময় অন্য এক সাংসদকে কথা বলার অনুমতি দিয়েছিলেন। সেই সময়ই ওম বিড়লা কংগ্রেস রাজনীতিবিদের নিন্দা করেন। একই সঙ্গে তিনি বলেন 'সংসদে আপনি কাউকে অনুমতি দিতে পারেন না। এটা আমার অধিকার।'

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের  ধন্যবাদ প্রস্তাবে বিরোধী পক্ষের থেকে প্রথমেই ভাষণ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় ২৫ মিনিটের ভাষণে তিনি চড়াসুরেই আক্রমণ করেন মোদী সরকারকে। তীব্র সমালোচনা করেন বিজেপি সরকারের বিদেশনীতির। সেই সময়ই তিনি বলেন 'রাজা কারও কথা শোনে না।'

Latest Videos

রাহুল গান্ধী নিজের ভাষণের সময় এক সাংসদকে কথা বলার জন্য অনুমতি দিয়েছিলেন। এই অনুমতি দেওয়ার সময়ই আপত্তি জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, 'আপনি অনুমতি দেওয়ার কে? আপনি অনুমতি দিতে পারেন না। এটি আমার অধিকার।' তিনি আরও বলেন, রাহুল গান্ধীর অনুমতি দেওয়ার কোনও অধিকার নেই। এই অধিকার শুরুমাত্র এই চেয়ারের রয়েছে। 

রাহুল গান্ধীর আগে এদিন বক্তব্য রাখেন বিজেপির দলিত সাংস কমলেশ পাসওয়ান।  তারপরই বলতে ওঠেন রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে শাসন করা হয় না। এখানে রাজার শাসন চলে। কিন্তু রাজা কারও কথা শোনে না। রাহুল গান্ধী আরও বলেন বিজেপিতে থাকা তাঁর ভাই ও বোনের কথাও শোনা হয় না। সেই সময়ই লোকসবায় প্রবল হট্টোগোল শুরু হয়ে যায়।কমলেশ পাসওয়ানের উদ্দেশ্যে তিনি বলেন ওই সাংসদ ভুল জায়গায় রয়েছেন। নতুন করে কিছু বলার জন্য উঠে দাঁড়ান। তখন রাহুল গান্ধী তাঁকে ইসারায় কথা বলার অনুমতি দেন। 

এই সময়ই রাহুল গান্ধীকে থামিয়ে দেনন স্পিকার। তিনি হিন্দিতেই বলেন, আপনি কাউকে কোনও অনুমতি দিতে পারেন না। এই অধিকার আমার। স্পিকারের এই মন্তব্যে রীতিমত বিব্রত হয়ে যান রাহুল গান্ধী। অন্যদিকে কমেলেশ পাসওয়ানও রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেন তিনি কোনও ভুল দলে নেই। এই দলে থাকার জন্য সাংসদ হয়েও তিনি নিজের মত প্রকাশ করতে পারছেন। বিজেপি তাঁকে তিন বার সাংসদ করেছে বলেও তিনি জানান। পাশাপাশি জিজ্ঞাসা করেন রাহুল গান্ধী কী চান। 

জোড়া আক্রমণে রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েন রাহুল গান্ধী। সংসদ বিষয়ক মন্ত্রী রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেন তিনি একজন বিভ্রান্ত বিবেকহীন নেতা। তিনি আরও বলেন চিনের সমর্থক রাহুল গান্ধী। কংগ্রেসের কারণেই তিব্বত সমস্যা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

Aravali Biodiversity Park: ফিরল হারিয়ে যাওয়া জঙ্গল, OECM-তালিকায় আরাবল্লী বায়োডায়ভারসিটি পার্ক

'চিন পাকিস্তান কাছাকাছি এসেছে ', সংসদে রাহুল গান্ধীর মন্তব্য মানল না মার্কিন যুক্তরাষ্ট্র

Rahul Gandhi: সংসদে রাহুলের ভাষণের প্রশংসা সিমির, বিদেশনীতি নিয়ে কথা বলায় সমালোচনার ঝড়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari