বিজয় মালিয়ার সঙ্গে ভিডিয়ো পোস্ট করে বিতর্কে ললিত মোদী, চাপের মুখে ক্ষমা প্রার্থনা

Published : Dec 29, 2025, 04:06 PM IST

Lalit Modi Controversy: লন্ডনে ভারতীয় পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সঙ্গে ভিডিয়ো পোস্ট করে বিতর্কে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। কী বলছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
বিতর্কে ললিত মোদী

আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে নিয়ে ফের সরগরম জাতীয় রাজনীতি। দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে ভারত সরকারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি। পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সঙ্গে ললিত মোদীর একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই শুরু হয় জোর সমালোচনা। 

25
ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

কয়েকদিন আগেই একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে ললিত মোদী এবং বিজয় মালিয়ার উপস্থিতি লক্ষ করা যায়। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে এবং কেন্দ্রীয় মহলেও অস্বস্তি বাড়ে। উল্লেখ্য, দুজনেই বর্তমানে ভারতের বিচারব্যবস্থা থেকে দূরে বিদেশে  রয়েছেন। 

35
কী বলেছিলেন ললিত মোদী?

জানা গিয়েছে, লন্ডনে একটি বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন ললিত (Lalit Modi)। সেই পার্টিতে হাজির ছিলেন ঋণখেলাপি পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াও। তাঁকে সঙ্গে নিয়েই একটি ভিডিও বার্তা ললিতকে বলতে শোনা যায়, ‘’চলো ইন্টারনেটে আবার শোরগোল ফেলে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয়। তোমাকে ভালোবাসি। পলাতক ব্যবসায়ীর সঙ্গে আরও এক পলাতক। আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক।'' 

45
ভারতীয়দের রোষানলে ললিত মোদী

এদিকে ললিত মোদীর বক্তব্যের ওই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার তীব্র নিন্দা করেন নেটিজেনরা। প্রশ্ন উঠতে শুরু করে যে, ললিত এবং বিজয়কে দেশের ফিরিয়ে আনার ব্যাপারে কেন এখনও অসফল কেন্দ্র? শুধু তা-ই নয়, ললিত যে ভাবে কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ করছেন বিদেশ থেকে, তাতে সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। 

55
বিতর্কের জবাব ভারত সরকারের

এদিকে এই নিয়ে বিতর্কের জবাবে সাফ বার্তা ভারত সরকারের। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন-''এই ধরনের ঘটনায় ভারত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বদ্ধপরিকর। কেন্দ্র সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সমস্ত ব্যাপারটি আইনি জটিলতায় জড়িয়ে রয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories