Seema Haider: মুসলিম হয়েও সীমা হায়দরের হিন্দু আদবকায়দা নিয়ে সন্দেহ, উর্দু না ব'লে এত স্পষ্ট হিন্দি বলছেন কীভাবে?

সীমার মোবাইল কেনা নিয়েও রয়েছে সন্দেহ। কারণ, বিলে লেখা রয়েছে যে তিনি মোবাইল কিনেছিলেন ৮ মে তারিখে, ওই একই তারিখে পাকিস্তান থেকে তিনি পাসপোর্ট পেয়েছিলেন!

Sahely Sen | Published : Jul 19, 2023 11:40 AM / Updated: Jul 19 2023, 12:01 PM IST
110

৪ সন্তানকে নিয়ে PUBG গেম খেলার ভারতীয় ‘বন্ধু’ সচিন মীনা-র কাছে পালিয়ে এসেছিলেন ২৭ বছর বয়সী সীমা গোলাম হায়দার। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকায় সংসার পেতেছিলেন সীমা এবং সচিন।

210

ভিসা ছাড়াই নেপাল হয়ে ভারতে ঢুকেছিলেন সীমা। এই অভিযোগে ৪ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে শচিনও গ্রেফতার হন, কারণ তিনি বিদেশি অনুপ্রবেশকারীকে বেআইনিভাবে থাকতে দিয়েছিলেন।

310

সীমার ভাই পাকিস্তানের সেনাবাহিনীতে কাজ করেন বলে জানিয়েছেন শচিন নিজেই। এই ক্ষেত্রেই সীমা-র সঙ্গে ভারতে জঙ্গি অপরাধের যোগ খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। একাধিক ক্ষেত্রে সীমার বিরুদ্ধে রয়েছে সন্দেহ।

410

পাকিস্তানের গুলিস্তান-ই-জওহরের কেন্দ্রস্থলে ভিট্টাইবাদের একটি কাঁচা ঘরে থাকতেন সীমা। গরীব পরিবারে ছোটবেলা থেকে মুসলিম আদবকায়দা শিখে বড় হয়েছেন। এরপর ১০ বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে গোলাম হায়দারকে বিয়ে করেছিলেন তিনি। খাঁটি মুসলিম বিবাহিতা হয়েও তিনি কীভাবে ভারতে এসে এত কম দিনের মধ্যে খাঁটি হিন্দু ধর্মের আদবকায়দা শিখে ফেললেন, এই নিয়ে সন্দেহ জোরালো হয়েছে।

510

গোয়েন্দাদের সন্দেহ রয়েছে তাঁর স্পষ্ট হিন্দি উচ্চারণ নিয়েও। তিনি যদি পাকিস্তানের প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়ে থাকেন, তাহলে তাঁর কথাবার্তায় এখন আর একটাও উর্দু শব্দ খুঁজে পাওয়া যায় না কেন? এত তাড়াতাড়ি কয়েক মাসের মধ্যে তিনি নিজের মাতৃভাষা ভুলে গেলেন কীভাবে?

610

সীমা হায়দারকে নয়ডার রাবুপুরা গ্রামে পৌঁছতে কে সাহায্য করেছিল, সেই নিয়ে জোরালো প্রশ্ন জাগছে। কারণ, বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের ওইরকম প্রত্যন্ত গ্রামে বড় হওয়া কোনও মেয়ে একা ৪ জন ছেলেমেয়ে নিয়ে অতি সহজে ভিসা ছাড়া দুবাই হয়ে কাঠমান্ডু দিয়ে ভারতে প্রবেশ করার সাহস পায় না। তার পেছনে কোনও শক্তিশালী সংগঠন বা ব্যক্তির হাত থাকতে পারে।

710

তা ছাড়া, কেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভারতের সেনা অফিসারদের বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিলেন, সে বিষয়ে কোনও সঠিক জবাব দিতে পারেননি সীমা। 

810

ভারতে আসার আগে সীমা ৭০ হাজার পাকিস্তানি টাকায় একটি মোবাইল কিনেছিলেন তিনি। সেই মোবাইল কেনা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কারণ, বিলে লেখা রয়েছে যে, তিনি মোবাইলটি কিনেছিলেন ৮ মে তারিখে, ওই একই তারিখে পাকিস্তান থেকে তিনি পাসপোর্ট পেয়েছেন! তার ঠিক ২ দিন পর, ১০ মে তারিখে তিনি পাকিস্তান ছেড়েছিলেন

910

নিজের চেনাপরিচিতদের সাথে ইন্টারনেটে চ্যাট করার সময় তিনি 'ফুফি' এবং 'ফল'-এর মতো কোডওয়ার্ড ব্যবহার করতেন কিনা, তা জিজ্ঞেস করেছেন ভারতের গোয়েন্দারা।

1010

কারণ, পাকিস্তানি সেনাবাহিনীর শব্দবন্ধ অনুযায়ী, সেই ব্যক্তিকে ‘ফুফি’ বলে অভিহিত করা হয়, যিনি পাকিস্তানি সেনার কাছে দেশ সম্পর্কিত তথ্য পাঠানোর কাজ করেন। ফলের নাম ব্যবহার করা হয়, যখন ‘রুপি’ বা টাকার কথা বলা হয়। এই একাধিক সন্দেহ নিয়েই সীমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে অনেক প্রশ্নের ক্ষেত্রেই সীমার উত্তরে ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন- 
‘Sex Video’: মহিলার সঙ্গে এ কী করছেন বিজেপি নেতা! ৮ ঘণ্টার ‘ঘনিষ্ঠ’ ভিডিও নিয়ে তোলপাড় মহারাষ্ট্র
Governor CV Ananda Bose: স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধেই মানহানির মামলা, চিঠি পাঠালেন ওমপ্রকাশ মিশ্রের আইনজীবী

Interview Tips: চাকরির ইন্টারভিউয়ে বাজিমাত করতে হলে অবশ্যই জেনে নিন এই ৫টি টিপস

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos