America Attack Iran: ইরান-ইজরায়েল সঙ্ঘাতে 'দোসর' আমেরিকা, তেহেরানে পারমাণবিক কেন্দ্রে হামলা মার্কিন বাহিনীর

Published : Jun 22, 2025, 07:20 AM IST

America on Iran Israel Clash: ইরান-ইজরায়েলের সঙ্ঘাতে এবার ঢুকে পড়ল আমেরিকা। আগেই সতর্ক বার্তা দিয়েছিল। এবার সরাসরি ইরানকে প্রত্যাঘাত আমেরিকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
110
চরমে ইরান-ইজরায়েল দ্বন্ধ

 গত বৃহস্পতিবার ইজরায়েলের উপর ইরানের হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করার অভিযোগ উঠেছিল। নিষিদ্ধ এই বোমা ব্যবহার নিয়ে তরজার মধ্যে এবার ইরানের বিরুদ্ধে পাল্টা বোমা ফাটাল আমেরিকা। যারফলে ফের চরমে আমেরিকা বনাম ইরান সংঘাত। 

210
ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা

সূত্রের খবর, বারবার বলার পরও ট্রাম্পের চুক্তিরক্ষার বার্তা শোনেনি ইরানের সর্বোচ্চ শাসক। আর এবার পাল্টা একযোগে আমেরিকা ও ইজরায়েল মিলে ইরানের পারমাণবিক কেন্দ্রে পরপর তিনটি হামলা চালালো। 

310
মার্কিন হামলর কথা স্বীকার ইরানের

শনিবার ট্রাম্প নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে এই হামলার বিষয়ে জানিয়েছেন। সেখানে ট্রাম্প লিখেছেন মার্কিন সেনা ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে সফল ভাবে হামলা চালিয়েছে। আঘাতের পর ইরানের আকাশসীমা ছেড়েছে মার্কিন সেনাবাহিনী। 

410
সমাজ মাধ্যমে ট্রাম্পের বার্তা

শনিবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করে জানিয়েছেন যে, ইরানের ফোরদো শহরে  পরপর কয়েকটি বোমা নিক্ষেপ করেছে মার্কিন যুদ্ধ বিমান। গুচ্ছ গুচ্ছ বোমা নিক্ষেপের পর সেগুলি নিরাপদে ফিরে এসেছে আমেরিকায়। 

510
ইরানকে শান্তি রক্ষার বার্তা

শুধু তাই নয়, এই হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে শান্তি রক্ষার বার্তা দিয়ে জানিয়েছেন, এখন সময় এসেছে শান্তি রক্ষার। এই বিষয়ে ট্রাম্প আরও জানান, আমেরিকান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লেখেন, অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরণের অভিযান চালাতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

610
আগেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা

সূত্রের খবর, ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যে সপ্তাহ দুয়েক আগেই ইরানকে শান্তি চুক্তি রক্ষার বার্তা দিয়েছিলেন ট্রাম্প। পারমাণবিক শক্তি নিয়ে আলোচনায় বসার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের সেই আহ্বান প্রত্যাখ্যান করে দেয় ইরান। 

710
ইরানে বোমারু বি২ হামলা

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার বেশ কয়েকটি মার্কিন বোমারুকে দেখা গিয়েছিল মিসৌরির ওসাইটম্যান বিমান ঘাঁটি থেকে রওনা দিতে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কমুউনিকেশনস দেখাচ্ছিল যে, এই বোমারু বি২ বিমানগুলি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কিন্তু সেগুলির গন্তব্য কোথায় ছিল তা সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল না। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে মার্কিন আক্রমণ শুরু হয়।

810
আমেরিকা-ইজরায়েলের পাল্টা প্রত্যাঘাত

গত বৃহস্পতিবারই ইজরায়েলের হাসপাতালে ক্লাস্টার বোমা নিয়ে হামলা চালায় ইরান। যার প্রমাণও রয়েছে বলে দাবি করে এসেছে ইজরায়েলি বাহিনী। মনে করা হচ্ছে, ইরানের সেই আক্রমণের পাল্টা জবাব দিতে শনিবার  আমেরিকা ইজরায়েল একযোগে এই হামলা চালালো ইরানের উপর। 

910
ইরানের বার্তা আমেরিকাকে

এদিকে শুক্রবারই আমেরিকার প্রতি ইরানের বার্তা ছিল যে, ইজরায়েল হামলা চালানো বন্ধ না করলে আমেরিকার সঙ্গে ইউরেনিয়াম চুক্তি নয়। তার এক দিন পরেই দেখা গেল ইরানে আক্রমণ চালানোয় ইজরায়েলের সঙ্গে সহযোগি হয়েছে ট্রাম্পের দেশ আমেরিকা।

1010
ইজরায়েলে ড্রোন হামলা ইরানের

অন্যদিকে, শুধু আঘাত নয়! বরং পাল্টা প্রত্যাঘাত দিতে শুরু করেছে ইরানও। শনিবার ইজরায়েলের দিকে তাক করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফলে ইরান--ইজরায়েলের মধ্যে চলা সংঘর্ষে এবার ইজরায়েলের দোসর হয়ে ঢুকে পড়ল আমেরিকা।   

Read more Photos on
click me!

Recommended Stories