
জি৭ শীর্ষক সম্মেলনে যোগ দিতে কানাডা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন নমো। কী কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার? সেই বিষয়টি প্রথম সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে আনেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আর তারপরই মোদীর সঙ্গে ফোনে কথা নিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন ডোনাল্ড ট্রাম্প।
মোদীর সঙ্গে ফোনে কথা বলা নিয়ে বুধবার মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কী কথা হয়েছে তা জানাতে গিয়ে ভারত-পাকিস্তান ইস্যুতে বেফাঁস মন্তব্য করে বসেন ডোনাল্ড ট্রাম্প।
ভারত সরকার যেখানে দাবি করছে অপারেশন সিদুঁরের পর তারা কারও কথাতে বা অঙ্গুলি হেলনে যুদ্ধবিরতি ঘোষণা করেনি। সেখানে তার মধ্যস্থতায় যে ভারত-পাক সংঘর্ষের বিরতি হয়েছে সেই কথা জানান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই বেফাঁস মন্তব্যে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
মোদীর সঙ্গে প্রায় ৩৫ মিনিট ফোনে কথা বলার পরই সাংবাদিক বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, ‘’পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি।'' ফলে তিনি ভারত-পাক সংঘর্ষ বিরতি নিয়ে আগেও যা মন্তব্য করেছিলেন সেই দাবিতেই অনড় রইলেন। সরলেন না একচুলও।
জানা গিয়েছে, হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ইরান-ইজরায়েল সংঘাত থেকে শুরু করে ভারত-পাকিস্তান সংঘাত, একাধিক প্রসঙ্গে কথা বলেন তিনি। ভারতের সঙ্গে শীঘ্রই আমেরিকা বাণিজ্য চুক্তি করবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
ভারত-পাকিস্তান প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘’দেখুন, যুদ্ধটা আমিই থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালবাসি। মোদীও দুর্দান্ত এক জন মানুষ। গত রাতে ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি।''
ট্রাম্প আরও বলেন, ‘’ভারতের তরফে মোদী এবং আরও কয়েক জন ছিলেন। উভয়েই পরমাণু শক্তিধর দেশ। আমি ওদের থামাই। দুটো বড় দেশের মধ্যে যুদ্ধ আমি থামিয়েছি। এর জন্য আমি কোনও গল্প লিখিনি।''
মুনিরের প্রশংসায় এদিন পঞ্চমুখ হয়ে ওঠেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, অসীম মুনির একজন অত্যন্ত ভালো মানুষ। তাঁর সদিচ্ছাতেই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামানো সম্ভব হয়েছে।
বুধবার 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে প্রায় ৩৫ মিনিট ধরে কথোপকথন হয়। ফোনালাপে ট্রাম্পকে অপারেশন সিঁদুরের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছএন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভারত-পাক যুদ্ধবিরতি যে কারও মধ্যস্থতায় হয়নি সে কথাও জানান তিনি। তবে ৩৫ মিনিটের কথাবার্তায় দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি।''
সরকারি সূত্রে খবর, অপারেশন সিঁদুরের পর মোদীর সঙ্গে ট্রাম্পের এই প্রথম কথা হল। যদিও এই কথোপকথনে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সঙ্কল্পের কথা জানিয়েছেন মোদী। একই সঙ্গে পাকিস্তানের গুলির জবাব ভারত যে গোলার মাধ্যমে দেবে ট্রাম্পকে তাও স্পষ্ট করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, একই সঙ্গে অপারেশ সিঁদুরের পর গত ৯ মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও ট্রাম্পকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। আর তারপরই ট্রাম্পের ভারত-পাক সংঘর্ষ বিরতি নিয়ে বেফাঁস মন্তব্যে শুরু হয়েছে তরজা।