'আপনার কতগুলি স্ত্রী'? হোয়াইট হাউসে আল শারার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

Published : Nov 13, 2025, 11:45 AM IST

Donald Trump On Al Shara: স্বাধীনতা লাভের দীর্ঘ দুই দশক পর হোয়াইট হাউসে প্রথমবারের জন্য গেলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট। জঙ্গি তকমা ঘুচিয়ে এখন তিনিই সিরিয়ার শীর্ষ কর্তা। ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে কী বললেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট? 

PREV
15
হোয়াইট হাউসে ট্রাম্প-আহমেদ আল শারা

সম্পর্কের জটিলতা। আমেরিকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি। যার মাথার দাম ছিলো ১০ মিলিয়ন ডলার। সেই সব ঘটনা এখন অতীত। ৭ নভেম্বর তাঁর উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপুঞ্জও। তার পরেই ওয়াশিংটন সফরে যান আল শারা। ট্রাম্পের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেন। এই আল শারা আর কেউ নয়। একদা লাদেন ঘনিষ্ঠ জঙ্গি ছিলেন। বর্তমানে তিনিই বাশার সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট। এই আল শারার আসল নাম আবু মহম্মদ আল জুলানি। আল কায়দায় ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন তিনি। 

25
আল শারাকে ট্রাম্পের উপহার

বুধবার হোয়াইট হাউসে বৈঠকে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল শারাকে একটি পারফিউম বক্স উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু উপহার দিয়েই থেমে থাকেননি মার্কিন রাষ্ট্রপতি। সিরিয়ার প্রেসিডেন্ট আল শারারকে তার সটান প্রশ্ন-'আপনার কতগুলি স্ত্রী'? ট্রাম্পের এমন  প্রশ্নে কিছুটা থতমত হয়ে গেলেও পরিস্থিতি সামাল দিয়ে আল শারা জবাবে জানান- একটিই। আর তারপরই হাসির রোল ওঠে হোয়াইট হাউসে। যদিও ট্রাম্প আবার বলে বসেন- 'কখন কী হয়, কিছুই তো বলা যায় না।' যদিও গোটা বিষয়টি তিনি যে নিছক আড্ডার ছলেই বলেছেন তা অবশ্য বুঝতে বাকি নেই সিরিয়ার প্রেসিডেন্টের। 

35
ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কী বললেন আল শারার?

অন্যদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’আল কায়দার সঙ্গে আমার সম্পর্ক অতীত। হোয়াইট হাউসের বৈঠকে একবারও সেই প্রসঙ্গ ওঠেনি।'' শুধু তাই নয়, আল শারার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সমস্যার সমাধান নিয়ে যে বৈঠক ইতিবাচক হয়েছে সেই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। 

45
কে এই আল শারার?

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল শারার আসল নাম আবু মহম্মদ আল জুলানি। আল কায়দায় ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন তিনি। প্রায় দুই দশক আগে তাঁকে আল কায়দার ইরাকি শাখার প্রধান আবু মুসাব আল জারকোয়াইয়ের ডেপুটি করে পাঠানো হয়েছিল তাকে। তারপর শুরু সিরিয়ায় গৃহযুদ্ধ। 

55
সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি

১৯৪৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এই প্রথম কেউ সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে গেলেন। একসময়ের জঙ্গি এখন সিরিয়ার রাষ্ট্রনেতা। দুই দেশের সম্পর্কের উন্নতিতে ট্রাম্পের সঙ্গে এই বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশাবাদী আল শারার। 

Read more Photos on
click me!

Recommended Stories