Marco Rubio On Delhi Blast: দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তে সাহায্য করবে আমেরিকা? কানাডায় জি-৭ সামিটে যোগ দিয়ে কী বললেন মার্কিন বিদেশ সচিব? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Marco Rubio On Delhi Blast: ১০ নভেম্বর সোমবার। সন্ধ্যায় রাজধানী দিল্লির লালকেল্লার কাছে মেট্রোস্টেশনের এক নম্বর গেট লাগোয়া এলাকা হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে প্রাণ হারান অন্তত ১০ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন। গোটা ঘটনায় শুরু হয়ে গিয়েছে এনআইএ তদন্ত। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।
দিল্লির ঘটনায় কী বললেন মার্কো রুবিও?
সূত্রের খবর, বর্তমানে কানাডায় জি৭ সম্মেলনে যোগ দিতে সেখানে রয়েছেন তিনি। একই সামিটে যোগ দিতে উপস্থিত রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করও। জানা গিয়েছে-বুধবার বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি। যদিও সেই বিষয়ে মার্কো বিস্তারিত কিছু না জানালেও তিনি বলেন, ''দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। তদন্তে কোনওরকম সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় প্রস্তুত। কিন্তু আমার মনে হয়-দিল্লির তা প্রয়োজন নেই। এই ঘটনার তদন্তের কিনারা করতে ভারত একাই যথেষ্ট।''
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় নয়াদিল্লিত তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি। এদিকে দিল্লি বিস্ফোরণের ঘটনায় আমেরিকার প্রতিক্রিয়া নিয়ে বিস্মিত রাজনৈতিক মহল। ঘটনাকে জঙ্গি হামলা বলতে নারাজ ট্রাম্প প্রশাসন। বিস্ফোরণের পরে একটি বিবৃতিতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত সার্জিও গর X হ্যান্ডলে লেখেন, ‘নয়াদিল্লির বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ ব্যস, এটুকুই। সন্ত্রাসবাদের কোনও উল্লেখ নেই। একই সঙ্গে বিদেশ দফতরের কনস্যুলার দিল্লিতে থাকা আমেরিকানদের জন্য নিরাপত্তা সংক্রান্ত একটি অ্যাডভাইজারিও জারি করে ঘটনার পরেই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


