দেশজুড়ে হু হু করে কমছে জনসংখ্যা, ২০ থেকে ৪০ বছর বয়সি পুরুষদের শুক্রাণু কিনতে আগ্রহী চিন সরকার

শুক্রাণু দিলে একজন দাতা আয় করতে পারবেন কমপক্ষে ৫৫ হাজার টাকা করে। তবে, শুক্রাণু দিতে চাইলে পরীক্ষা করা হবে কয়েকটি শারীরিক বৈশিষ্টের।

Web Desk - ANB | Published : Feb 13, 2023 12:23 PM IST

দেশ জুড়ে নেওয়া হয়েছিল ‘দুই সন্তান’ আইন। দু’জনের বেশি সন্তান থাকলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন নাগরিকরা। কিন্তু, মাত্র কয়েক বছরের মধ্যেই এই আইনের কুফল ব্যাপক সমস্যায় ফেলে দিল চিন দেশকে। জনসংখ্যা কমে যাওয়ার সমস্যা সমাধানে এবার তরুণ প্রজন্মের শুক্রাণু কিনতে আগ্রহ প্রকাশ করল দেশের প্রশাসন।

কোভিড কালের পর থেকেই চিন দেশে আরও কমতে শুরু করেছে শিশু জন্মের হার। এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে দেশের সরকার। বেজিং, সাংহাই-সহ বিভিন্ন শহরের চিকিৎসাকেন্দ্রে জমানো শুক্রাণুও কমে একেবারে শূন্যের কোঠায় গিয়ে ঠেকতে চলেছে। এই পরিস্থিতিতে এবার দেশের কলেজ পড়ুয়াদের কাছে শুক্রাণু দান করার অনুরোধ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছে চিকিৎসাকেন্দ্রগুলি।

Latest Videos

দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান প্রদেশের একটি ব্যাঙ্ক প্রথম যুবকদের কাছে আর্জি জানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করে এই বিষয়টি। এতে দু’দিক থেকে লাভ হবে। এক, ছাত্ররা হাতখরচের টাকা উপার্জন করতে পারবেন, অন্যদিকে দেশের জনসংখ্যার স্বার্থেও উপকার হবে। এই মর্মেই পোস্ট করে ওই কেন্দ্র। তার পর থেকে এক সপ্তাহের মধ্যে বিষয়টিতে নজর দিয়েছেন প্রায় ২ কোটি ৪০ লক্ষ মানুষ। ওই সংস্থার উদাহরণ দেখেই দেশের অন্যান্য প্রদেশের স্পার্ম ব্যাঙ্কগুলিও নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শুক্রাণু দেওয়ার অনুরোধ জানিয়ে পোস্ট করে, শুক্রাণুদাতা হতে গেলে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, সেই সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুনের কথাও প্রকাশ করা হয়।

ইউনানের একটি ব্যাঙ্ক জানিয়েছে, শুক্রাণু দিতে গেলে পুরুষদের উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটারের বেশি। বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। দাতার যদি কোনও রকম সংক্রামক বা জিনগত রোগ থাকে, তাহলে তিনি শুক্রাণু দিতে পারবেন না। রোগ না থাকলে তাঁদের শুক্রাণু দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। শুক্রাণু দিলে প্রত্যেক দাতাকে ৪,৫০০ ইউয়ান অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়। আবার সাংহাই প্রদেশের অন্য একটি ব্যাঙ্ক তাদের দাতাদের উচ্চতার জন্য ১৬৮ সেন্টিমিটারের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। বিনিময়ে ৫০০০ হাজার ইউয়ান, অর্থাৎ ভারতীয় হিসেবে প্রায় ৬১ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

আরও পড়ুন-
সোমবার কতটা বদলে গেল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন ভারতের কোন শহরে কত হল লেটেস্ট দর
বেঙ্গালুরুতে ‘এয়ারো ইন্ডিয়া ২০২৩’-এর সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনীতে একসঙ্গে ৯৮টি দেশ
অতি সাধারণ মজার জিনিস গ্যাস বেলুন, কিন্তু তারই সিলিন্ডার ফেটে গিয়ে মর্মান্তিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল জয়নগরে

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
'তৃণমূল খরকুটোর মত বিদায় নেবে' সন্দেশখালিতে গিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের | Dilip Ghosh
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia