‘মা থাকলে ভালো হত’, ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা সিরিয়ার ছোট্ট শাম, জইদ এবং রামা-কে উদ্ধার করেও আক্ষেপ উদ্ধারকারীদের

Published : Feb 10, 2023, 04:07 PM IST
Turkey Syria Earthquake News

সংক্ষিপ্ত

প্রত্যেকেরই শরীরের অর্ধেকাংশ বড় বড় পাথরের নীচে এমনভাবে চাপা পড়ে রয়েছে যে, কচি কচি হাত দিয়ে সেগুলি সরানো একেবারে অসম্ভব। 

সিরিয়ার ভূমিকম্পের পর কংক্রিটের শক্তিশালী স্তূপের তলায় চাপা পড়ে গিয়েছিল ছোট্ট মেয়ে শাম। সঙ্গে ছিল তার দুই ভাইবোনও। দেশের অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সাথে ক্রমাগত সহযোগিতা করে প্রবল সাহসিকতার নজির গড়ল ৩ শিশু। শরীরে প্রবল ব্যথা নিয়েও বাঁচার আকুল চেষ্টা করে গেল শাম, জইদ এবং রামা।

 

বুধবার প্রায় সন্ধে নাগাদ সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী ‘দ্য হোয়াইট হেলমেট’ যখন পশ্চিম ইদলিব অঞ্চলের মেলেস গ্রামে পৌঁছয়, তখন একটি ধ্বংসীভূত বহুতলের নীচ থেকে ভেসে আসছিল ছোট ছোট শিশুর চিৎকার। তৎক্ষণাৎ সেই অঞ্চলে গিয়ে পৌঁছন উদ্ধারকারীরা। দেখা যায়, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে তিন জন শিশু। প্রত্যেকেরই বয়স বছর পাঁচেকের নীচে। তাদের ওপর ভেঙে পড়েছে সিমেন্ট, লোহালক্কর আর ইট পাথরের চাঙড়। প্রত্যেকেরই শরীরের অর্ধেকাংশ বড় বড় পাথরের নীচে এমনভাবে চাপা পড়ে রয়েছে যে, কচি কচি হাত দিয়ে সেগুলি সরানো একেবারে অসম্ভব। ফলত, সেখানেই ৩ দিন ধরে আটকে পড়ে রয়েছে তারা।


 

৩ শিশুর কাছে পৌঁছতে উদ্ধারকারীদের অনেকটা সময় লেগে যায়। তারপর দেখা যায়, ভয়ে, শীতে এবং জলপিপাসায় কাতর হয়ে ধুলোর মধ্যে নিঃশ্বাস নিচ্ছে শাম, জইদ এবং রামা। উদ্ধার করার সময় ৩ শিশু শরীরে এতটাই ব্যথা অনুভব করছিল যে, এক এক সময় তারা নিজেরাই হাল ছেড়ে দিয়ে মাটির নীচেই রয়ে যেতে চাইছিল। ভগ্নস্তূপের মধ্যে কেউ উপুড় হয়ে, কেউবা পাশ হয়ে চাপা পড়ে ছিল প্রায় ৩ দিন।


 

ধুলোর মধ্যে তিন শিশু এমনভাবে মিশে গিয়েছিল যে, অন্ধকারের মধ্যে দেখে সহজে বোঝাই যাচ্ছিল না তাদের অস্তিত্ব। প্রবল চিৎকারের মধ্যেই তাদের কোনও মতে নিরাপদে বের করে আনেন উদ্ধারকারীরা। ‘দ্য হোয়াইট হেলমেট’ বাহিনীর তরফে বুধবার রাতে এই ভিডিও পোস্ট করা হয়, যাতে উল্লেখ ছিল, ‘আমরা আশা করেছিলাম যে, মা ওদের সাথে থাকতে পারবে। কিন্তু, মৃত্যু আমাদের আগেই পৌঁছে গিয়েছে।’ বেঁচে ফেরার আনন্দের মধ্যেও রয়ে গেল মা হারানোর বিষাদ।

আরও পড়ুন-

‘বাল্য বিবাহ রোগ’ দূরীকরণে অসম সরকারের কড়া দমন, আড়াই হাজারেরও বেশি কিশোর-কিশোরীকে গ্রেফতার
‘ইডির রেড-এ কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি’, দুর্নীতিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করলেন শুভেন্দু, সুকান্ত
কেউ ছুঁড়ছে হাত-পা, কেউ চুষছে বুড়ো আঙুল, দেখে নিন তুরস্ক-সিরিয়ার ধ্বংসস্তূপে উদ্ধারপ্রাপ্ত শিশুদের ছবি

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার