মেডিক্য়াল-আরজিকরের পর এবার বিআরসিং, শিয়ালদহের রেল হাসপাতালে করোনা আক্রান্ত এক মহিলা চিকিৎসক

  •  করোনা আক্রান্ত বি আর সিং হাসপাতালের এক চিকিৎসক 
  • ভর্তি করা হচ্ছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে 
  • তাঁর সংস্পর্শ সূত্রে ১০ জন স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে 
  • হাসপাতালের ইমার্জেন্সি ব্লক বন্ধ রেখে চলছে জীবাণুমুক্তের কাজ 
     


করোনার কোপে এবার  বিআরসিং হাসপাতাল। করোনা আক্রান্ত বি আর সিং হাসপাতালের চিকিৎসক৷ তিনি জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার৷  এই মুহূর্তে তাঁকে ভর্তি করা হচ্ছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে৷ এবং তাঁর সংস্পর্শ সূত্রে ১০ জন স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

আরও পড়ুন, 'সংবিধান মেনে চলুন-যাদের মাইক ধরার কথা তাদেরকে ধরতে দিন', মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য়ে টুইট রাজ্যপালের

Latest Videos

মেডিক্য়াল-আরজিকরের পর করোনার কোপে এবার  বিআরসিং হাসপাতাল। জানা গিয়েছে, বি আর সিং হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসারের লালারসে পরীক্ষার পরে করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি আক্রান্ত ওই চিকিৎসকের সংস্পর্শে আসা রেল হাসপাতালের চিকিৎসক,নার্স এবং স্বাস্থ্য কর্মীদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন, তিনদিন পর কাটল জট, রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার-বাঙ্গুর হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল


রেল হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর দুলালচন্দ্র ভুঁইয়া জানান, তাদের হাসপাতালের আক্রান্ত মহিলা চিকিৎসকের উপসর্গ দেখা দিয়েছিল শুক্রবার৷ এরপর তার লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসায় তাকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়৷ প্রসঙ্গত এর আগেই একাধিক চিকিৎসক সহ নার্স কলকাতা মেডিক্য়ালে এবং আরজিকরেও একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। যার জেরে চিন্তায় এবার স্বাস্থ্য় দফতর। উল্লেখ্য় সরকারের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ জন। সব মিলিয়ে রাজ্যে এখন অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩০০। মৃতের সংখ্যা ১৫। তবে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন৷ মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭,০৩৭ জনের৷ ২৪ ঘণ্টায় ৮৫৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট হয়েছে ২২০ জনের ৷ সরকারি পর্যবেক্ষণে রয়েছেন ৪,৬৯৫ জন৷ গৃহ পর্যবেক্ষণে ৩১,০৩১ জন৷ 

 

  মেডিক্যালের ছোঁওয়া মানিকতলায়, করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় দমকল কেন্দ্রের ৩২ কর্মী কোয়রান্টিনে

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া, মেডিক্য়ালে চিকিৎসক ও সংক্রামিত রোগী থেকে কোয়ারেন্টিনে অন্তত আরও ৪৫

করোনা পজিটিভ প্রসূতির সুস্থ সন্তান, খুশির হাওয়া ফুলেশ্বরের হাসপাতালে

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari