ডেটিং অ্যাপের ফায়দা তুলল যুবক, পানশালায় প্রথম সাক্ষাতের পর ফ্ল্যাটে নিয়ে তরুণীকে ধর্ষণ

Published : Jul 15, 2021, 11:20 AM IST
ডেটিং অ্যাপের ফায়দা তুলল যুবক, পানশালায় প্রথম সাক্ষাতের পর ফ্ল্যাটে নিয়ে তরুণীকে ধর্ষণ

সংক্ষিপ্ত

ডেটিং অ্যাপের প্রথম সাক্ষাতেই ধর্ষণ খাস কলকাতায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, যুবক তরুণীর ফ্ল্যাটে ছিলেন প্রায় ৪২ মিনিট, তরুণীর বাড়ির লোক এবং কসবা থানার পুলিশ এসে মেয়েটিকে তাঁর ফ্ল্যাটে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করে।


ডেটিং অ্যাপের প্রথম সাক্ষাতেই ধর্ষণ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, যুবক তরুণীর ফ্ল্যাটে ছিলেন প্রায় ৪২ মিনিট। তরুণীর বাড়ির লোক এবং কসবা থানার পুলিশ এসে মেয়েটিকে তাঁর ফ্ল্যাটে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন, স্বামীর পরকীয়ায় প্রতিবেশীর অন্তঃসত্ত্বা অবস্থার পর্দা ফাঁস, প্রতিশোধ নিতে কী করলেন স্ত্রী


প্রসঙ্গত, অত্যন্ত জনপ্রিয় ডেটিং অ্য়াপে ম্যানেজমেন্ট পেশার এখ তরুণীর সঙ্গে আলাপ হয় এক ইঞ্জিনিয়ার যুবকের। এরপর তাঁদের ক্যামাক স্ট্রিটের এখ পান শালায় প্রথম দেখা হয় তাঁদের। পানশালায় দেখা করার সময় ওই তরুণীর পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে দেন ওই যুবক। এরপর পানশালা থেকে বেরিয়ে মেয়েটিকে বাড়িতে ছাড়তে আসেন ওই যুবক। তরুণীর না বলা সত্ত্বেও সেই যুবক বল পূর্বক তাঁর সঙ্গে লিফটে উঠে পড়েন। লিফটের মধ্য়ে বচসাও বাধে। এরপর তরণীর বারণ সত্ত্বেও ওই যুবক ঢুকে পড়েন তাঁর ফ্ল্যাটে। ফ্ল্য়াটের মধ্য়েই তরুণীকে ধর্ষণ করে ওই যুবক বলে অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন যে, এই ধরনের ডেটিং অ্য়াপে অজানা লোকের সঙ্গে সাক্ষাতটা কতটা ভয়ঙ্কর, তা তিনি প্রত্যক্ষ করলেন।

আরও পড়ুন, প্রেমিকার আপত্তিকর ছবি নিয়ে চলত ব্ল্যাকমেল, ক্যারাটে খেলোয়াড় পামেলার মৃত্যুতে গ্রেফতার সানি

সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, যুবক তরুণীর ফ্ল্যাটে ছিলেন প্রায় ৪২ মিনিট। তরুণীর বাড়ির লোক এবং কসবা থানার পুলিশ এসে মেয়েটিকে তাঁর ফ্ল্যাটে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। ৪ জুলাইয়ের ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি