Kolkata Metro: দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে আচমকা ধস, ছুটলেন ইঞ্জিনিয়াররা

দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে আচমকা ধস। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। 

Asianet News Bangla | Published : Aug 13, 2021 5:46 AM IST / Updated: Aug 13 2021, 01:50 PM IST

দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে আচমকা ধস। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। শুক্রবার অফিস টাইমে লাইনের পাশে এই ধসের খবর পৌছতেই সতর্ক মেট্রো রেল। এই মুহূর্তে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া লাইনে ধীরগতিতে চলাফেরা করছে  মেট্রোর রেক।

আরও পড়ুন, PAC: 'মুকুলের নিয়োগ বাতিল করা উচিত', স্পিকারের হলফনামা পেশের পর BJP-র দাবি মানবে কি হাইকোর্ট

মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, এর ফলে পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মেট্রো রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেছেন, 'বৃষ্টির জন্য ওই এলাকার মাটি কিছু ধসে গিয়েছে। এটাকে ধস বলা যায় না। আমাদের নজরে আসা মাত্রই কাজ শুরু হয়ে গিয়েছে। তবে পরিষেবার কোনও প্রভাব পড়েনি।' ইতিমধ্য়েই ক্ষতিগ্রস্থ অংশ ত্রিপল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ক্ষতি হয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের পিলারও। বোল্ডার নিয়ে চলছে ধস মেরামতির কাজ। কিছুদিন আগেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনের শুভ উদ্ধোধন হয়েছিল। কিন্তু এই এলাকারই লাইন থেকে কয়েক মিটার দূরে ধস নামে। তাই ইতিমধ্য়েই মেরামতির কাজ শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই কাজে নেমে পড়েছেন মেট্রোরেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা।

"

 আরও পড়ুন, 'মুখ্য়মন্ত্রীর পছন্দের শিল্প লালবাজারে', গ্রেফতারির পর চপ-মুড়ি পেয়ে চটলেন অগ্নিমিত্রা
কোভিড পরিস্থিতির মাঝেই বিধি নিষেধ কাটিয়ে সবে মাত্র মেট্রোর সংখ্যা বাড়িয়েছে রেল। আর তারইমধ্য়ে বিপত্তি কলকাতা মেট্রোয়। তবে কী কারণে এই ধস নামল, এখনও পর্যন্ত জানা যায় নি। তবে অনুমান, একটানা বৃষ্টির জেরই মাটি আলকা হয়ে ধস নেমে থাকতে পারে। তাই এর ফলে মেট্রো সেতু ঠিক কতটা ক্ষতির সম্মুখীন, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!