Firhad Hakim: '২০৩০ সালের মধ্যে কলকাতায় সব গাড়ি বৈদ্যুতিক', বড় বার্তা পরিবহণ মন্ত্রীর

২০৩০ সালের মধ্যে কলকাতায় চলবে শুধুই বৈদ্যুতিক এবং সিএনজি চালিত গাড়ি। এবার কেন্দ্রের সঙ্গে একই লক্ষ্যে বাংলার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমও।

আগামী ২০৩০ সালের মধ্যে দেশে শুধু বৈদ্যুতিক গাড়িই (Electric Car)  চলবে। (Modi Government)কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের এই বার্তায় সম্প্রতি প্রবল বিতর্ক বেধেছিল। এবার একই লক্ষ্যে বাংলার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমও (Transport Minister Firhad Hakim)। তবে সেক্ষেত্রে চিরতরে বিদায় নেবে কিনা (Petrol-Diesel Car) পেট্রোল-ডিজেল চালিত গাড়ি, এ প্রশ্নের উত্তর মেলেনি। 

আরও পড়ুন, Padma Awardees 2021: 'সোনা ঝরা দিনটা আমি ভুলব না', পদ্মশ্রী পাওয়ার পর বললেন সুজিত চট্টোপাধ্যায়

Latest Videos

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, তাঁদেরও লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে (Kolkata) কলকাতায় চলবে শুধুই বৈদ্যুতিক এবং সিএনজি (CNG Base Car) চালিত গাড়ি। তবে সেক্ষেত্রে চিরতরে বিদায় নেবে কিনা পেট্রোল-ডিজেল চালিত গাড়ি, নাকি শুধু সরকারি সংস্থার ক্ষেত্রেই তা শুধু কার্যকর হবে। তা স্পষ্ট করেননি ফিরহাদ।সম্প্রতি নিউটাউনে   ইলেকট্রিক ভেইকেল কার্নিভালে গিয়ে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, 'ইলেকট্রিক গাড়ি আমাদের কাছে ভবিষ্যত।মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি ইলেকট্রিক স্কুটার চালিয়ে আমি নবান্নে নিয়ে গেছিলাম ।মুখ্যমন্ত্রী নিজে পলিউশন ব্যাপারে অত্যন্ত চিন্তিত।তেলের গাড়ি গুলোকে কমানো এবং ইলেকট্রিক গাড়ি বাড়ানোর দিকে একটা উদ্যেগ আমাদের সরকার নিয়েছে।তারই অংশ হিসাবে আজকে এখানে এই কার্নিভাল। এটা আরও অনেক হবে। ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে বলবো একটু দাম কমিয়ে যাতে মানুষ কিনতে পারে এরকম ব্যবস্থা করতে। সারা কলকাতা জুড়ে আরও বেশি করে চার্জিং পয়েন্ট করবো। সিইএসসি-কেও চার্জ কমানোর জন্য  অনুরোধ জানিয়েছি। পেট্রোল ডিজেলের থেকে অনেক কম হবে।যার ফলে জনপ্রিয়তা বাড়বে এবং আস্তে আস্তে ইলেকট্রিক গাড়িরদিকে কনভার্ড হবে। ২০৩০ এর মধ্যে কলকাতায় ২০০০ ইলেকট্রিক বাস চলবে ওখানে আর কোনও তেলের বাস চলবে না।'

আরও পড়ুন, Tripura: ত্রিপুরায় কুণালের বিরুদ্ধে আরও ৪ মামলা, আজই বিপ্লব দেবের রাজ্য়ে পাড়ি তৃণমূল নেতার

 ফিরহাদ আরও বলেন,' মার্চ বা এপ্রিলের মধ্যে এক হাজার বাস অলরেডি ৮০ টি বাস চালু হয়ে গেছে। পুজোর মধ্যে আরও ৩০ টি ইলেকট্রিক বাস চালু হয়ে যাবে। আর ও এক হাজার বাস মার্চ কিংবা এপ্রিলের শুরুতে ইলেকট্রিক বাস কলকাতায় চালু করবো এবং ফেস ওয়াইস। কলকাতায় স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন গুলো আছে সেখান থেকে তেলের বাস গুলোকে ডিস্কার্ট করবো এবং সেই বাস গুলোকে আমরা সাবাবসে চালাবো ।ভাড়া ন্যাচারালই কমবে মানে ভাড়াটা অন্তত না কুমুক বাড়বে না এখন তো ভর্তুকি দিচ্চি আমরা। কিন্তু আমরা তো ভাড়াটা আর বাড়াইনি।সুতরাং সেটা আমাদের পক্ষে সুবিধা হবে। আর ভর্তুকি দিতে হবে না। '

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের