লকডাউনে ঘরবন্দি থাকলেও শিক্ষকদের উচ্চ মাধ্যমিকের খাতা দেখার উপায় নেই। কারণ পরীক্ষার খাতা শিক্ষকদের কছে পৌঁছয়নি। সরকারি সূত্রে খবর, করোনার জন্য় উচ্চ মাধ্যমিকের স্থগিত হওয়া ৩ টি পরীক্ষা ১০ জুনের পর হবে। জানা গিয়েছে, ১৫ জুন থেকে ৮ লক্ষ ছাত্রছাত্রীর উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে।
উল্লেখ্য়, চলতি বছরের ১২ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২১ তারিখ পর্যন্ত হওয়ার পর , করোনা জেরে তা স্থগিত হয়ে যায়। সরকারি সূত্রে খবর, ২৩, ২৫ ও ২৭ মার্চের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১০ জুনের পর। ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, একাদশের সবাইকে দ্বাদশে উত্তীর্ণ করা হবে । এদিকে স্থগিত উচ্চ মাধ্যমিকের ৩টি পরীক্ষা হওয়ার পর ফলপ্রকাশ জুলাই মাসের আগে সম্ভব নয়। তাই কলেজে স্নাতকে ভর্তি প্রক্রিয়া আগস্ট মাস জুড়ে চলার সম্ভাবনা রয়েছে। ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ জুলাই মাসের পরিবর্তে সেপ্টেম্বরে শুরু হোক। উচ্চশিক্ষার সেশন পিছিয়ে দেওয়া প্রসঙ্গে এখনও নির্দেশিকা জারি করেনি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।
আরও পড়ুন, স্ক্রিন ছুঁয়েই প্রিয় জনের অনুভূতি, করোনা রুখতে শহরের হাসপাতালে চালু 'ভারচুয়াল ভিজিটিং আওয়ার্স'
অপরদিকে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমেস্টার হবে না। শুধু বছরের শেষ সেমেস্টারটি হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'আমাদের কাছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে কোনও চিঠি আসেনি। ইউজিসির তরফেও চিঠি দেওয়া হয়নি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি কিছু পরামর্শ সরকারকে দিয়েছে। ছাত্র সমাজের স্বার্থে রাজ্য সরকার তা কার্যকর করবে।'
চিন থেকে সোজা কলকাতা বিমানবন্দরে, ১০ টন করোনা-চিকিৎসার সামগ্রী নিয়ে শহরে নামল উড়ান
বাবুলের কথা এবার চিকিৎসক সংগঠনের মুখে,করোনায় মৃত্যু স্বাস্থ্য়কর্তার -স্বীকার করুক রাজ্য
১৮ থেকে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে ২০, করোনায় আক্রান্ত ৪৬১
করোনা উপসর্গ সহ হাসপাতালে ভর্তি সল্টলেকের আরও ১, আতঙ্কে এলাকার সমস্ত গলি বন্ধ করল বাসিন্দারা
মল্লিক বাজারের নিউরো হাসপাতালে করোনা পজিটিভ ২ শীর্ষ কর্তা, সংক্রমণের আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা
এবার বেসরকারিতেও করোনা চিকিৎসায় মিলবে বিনামূল্য়ের পরিষেবা, হাসপাতালের খরচও দেবে রাজ্য সরকার