'ভাষণ বন্ধ করে বিরোধীরা মানুষের জন্য় কাজ করুক', বিধান নগরে রেশন বিলি করতে গিয়ে অনুরোধ সুজিত বসুর

  • বিধান নগর বিধানসভার পক্ষ থেকে আগে দু'দফায় রেশন দেওয়া হয়েছিল  
  • শনিবার  তৃতীয় দফায় রেশন তুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য  
  •  ২৪ জন প্রতিনিধিদের সামনে চাল, সোয়াবিন, আলু ও ছোলা দেওয়া হয়েছে 
  • পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর কারণ কেন্দ্রীয় সরকারের গাফিলতি বলে মনে করেন সুজিত বসু  
     

Asianet News Bangla | Published : May 16, 2020 11:54 AM IST / Updated: May 16 2020, 07:56 PM IST


বিধান নগর বিধানসভার পক্ষ থেকে এর আগে দু'দফায় ৫২ হাজার মানুষকে রেশন তুলে দেওয়া হয়েছিল। শনিবার  তৃতীয় দফায় রেশন তুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে থেকে ২৪ জন প্রতিনিধিদের সামনে ৩৬ গাড়ি বোঝাই করা চাল, সোয়াবিন, আলু এবং রমজান মাসকে মাথায় রেখে ছোলা দেওয়া হয়েছে।

আরও পড়ুন, 'পরিযায়ী শ্রমিকদের ফেরার সমস্ত খরচ বহন করবে আমাদের সরকার', তাঁদের লড়াইকে স্যালুট জানিয়ে টুইট মমতার


সূত্রের খবর, রেশন বিলির সময় উপস্থিত ছিলেন বিধান নগর এর বিধায়ক তথা দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস বিধাননগরের মেয়র শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী চেয়ারপারসন অনিতা মন্ডল সহ বিধান নগর এবং দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধিরা। যে সমস্ত পৌর প্রতিনিধিরা আসতে পারেননি তৃণমূল কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেবেন। 

আরও পড়ুন, বঙ্গোপসাগরে ফুঁসছে 'আমফান', সন্ধ্য়ায় আছড়ে পড়ার আগেই সতর্ক করল মৌসমভবন

বিরোধীদের আক্রমণ করে সুজিত বোস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে করো না মোকাবিলায় তৎপরতা দেখিয়েছেন মানুষের স্বার্থে রাস্তায় নেমে কাজ করছেন কিন্তু বিরোধী দলগুলি খালি সংবাদমাধ্যমের সামনে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন এবং রাজ্য সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছেন। সুজিত বোসের অনুরোধ অবিলম্বে এই ভাষণ বন্ধ করে বিরোধী দলগুলি রাস্তায় নেমে মানুষের কাজ যেন করে এই অনুরোধ জানিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত সজাগ আছেন কিন্তু কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কর্ণপাত করছেন না এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না যার ফলে এই পরিযায়ী শ্রমিকদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর কারণ কেন্দ্র সরকারের গাফিলতি বলে মনে করেন সুজিত বসু। আগামী দিনেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তাদের পরিষেবা দিয়ে যাবেন।'

 

 

কলকাতা মেডিক্যালের ভিতরের রাস্তায় অবহেলায় মৃত্যু এক বৃদ্ধের, করোনা আতঙ্কে দেহ ছুঁলেন না কেউ

অস্ত্রোপচারের পর রোগীর রিপোর্ট পজিটিভ, করোনা আক্রান্ত মুকুন্দপুর আমরির এক চিকিৎসক ও নার্স

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী

Share this article
click me!