'মুখ্য়মন্ত্রীর পছন্দের শিল্প লালবাজারে', গ্রেফতারির পর চপ-মুড়ি পেয়ে চটলেন অগ্নিমিত্রা

কলকাতায় ভবানী ভবনের সামনে বিক্ষোভে নেতৃত্ব দেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল, এরপরেই গ্রেফতার হন অগ্নিমিত্রা। গ্রেফতারির পর টিফিনে চপ মুড়ি পেয়ে মমতাকে আক্রমণ অগ্নিমিত্রার। 


গ্রেফতারির পর টিফিনে চপ মুড়ি পেয়ে মমতাকে আক্রমণ অগ্নিমিত্রার। উল্লেখ্য, কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ চলছে। ভোট পরবর্তী হিংসা, নারী নির্যাতন সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখান সদস্যরা। কলকাতায় ভবানী ভবনের সামনে বিক্ষোভে নেতৃত্ব দেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এরপরেই গ্রেফতার হন অগ্নিমিত্রা।

 

Latest Videos

আরও পড়ুন, Tripura: 'আমরাও দেখে নেব', SSKM-এ জয়া-সুদীপদের খবর নেওয়ার পর BJP-কে তোপ অভিষেক-মমতার

আলিপুরের বিক্ষোভ কর্মসূচির নের্তৃত্বে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা। গ্রেফতারির পর তাঁকে নিয়ে আসা হয় লালবাজারে। জানা গিয়েছে, সকল বিজেপি সমর্থক এবং অগ্নিমিত্রার জন্য জল খাবারের ব্যবস্থা করে লালবাজারের পুলিশ কর্মীরা। তাঁদের জন্য আনানো হয় চপ মুড়ি। থানায় বসে সেই চপ মুড়ি পেয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। চপ মুড়ি ছবি তুলে টুইটে অগ্নিমিত্রা পাল লিখেছেন যে, আমাদের মাননীয় মুখ্য়মন্ত্রীর পছন্দের শিল্প এখন লালবাজারে। গ্রেফতার করে এনে লাঞ্চে দেওয়া হয়েছে চপ-মুড়ি। ধন্যবাদ মাননীয়া।'

"
 আরও পড়ুন, 'রাজ্যে CAA হলেই NRC-র অর্ধেক কাজ মিটবে', কেন্দ্র ইঙ্গিত না দিলেও দাবি দিলীপের
প্রসঙ্গত, একুশের নির্বাচনের পরে রাজ্যের একাধিক জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর মিলছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছে বলে খবর।প্রতিবারই কাঠগড়ায় তৃণমূল। এরপরেই প্রতিবাদে নামে বিজেপি। রাজ্যপাল জগদীপ ধনখড়কেও সরব হতে দেখা গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখার জন্য একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন তিনি। বদলে তৃণমূলের কটাক্ষের শিকারও হয়েছিলেন তিনি। আর এবার এনিয়েই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি মহিলা মোর্চা।  বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভবানীভবনের সামনে অগ্নিমিত্রার নেতৃত্বে প্রতিবাদ জানান মহিলা মোর্চার নেতা-কর্মীরা। অগ্নিমিত্রা বলেছেন, 'রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। সিপিএম ধর্ষণকে রাজনৈতিক অ্যাজেন্ডা হিসেবে ব্যবহার করত। তৃণমূলও তাই করছে। '

 

 

 

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today