সংক্ষিপ্ত


'রাজ্যে সিএএ হোক, এনআরসি-র কাজ অর্ধেক হয়ে যাবে', বার্তা দিলীপ ঘোষের। নাগরিকত্ব আইন কার্যকর করার মাধ্যমে এনআরসি চায় কেন্দ্র,  দাবি তৃণমূলের।  


'রাজ্যে সিএএ হোক, এনআরসি-র কাজ অর্ধেক হয়ে যাবে', বাদল অধিবেশনের শেষ দিন দিল্লিতে বসে বাংলায় এনআরসি চালু নিয়ে সওয়াল করলেন দিলীপ ঘোষ। কেন্দ্রের তরফে এনআরসি নিয়ে মাথাব্যাথা না থাকলেও তার শেকড় ধরে টান দিলেন  বিজেপির রাজ্য সভাপতি।

 আরও পড়ুন, Tripura: ত্রিপুরায় রাতভর পুলিশি অভিযান, 'আন্দোলন ঠেকানো যাবে না', কড়া বার্তা কুণালের
বদল অধিবেশন চলাকালীন মঙ্গলবার স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, দেশজুড়ে এনআরসি কার্যকর করার কোনও পরিকল্পনাই এখন কেন্দ্রীয় সরকারের নেই। এদিকে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দাবি জানিয়ে বলেছে, সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে এনআরসি কখনই হবে না। আর এই প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আদালতের নির্দেশে যেখানে এনআরসি হওয়ার, সেখানে হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে সংশোধনী আইন-সিএএ আনতে চাইছি।' উল্লেখ্য, বিজেপির ইস্তাহারে ছিল এই এনআরসি। তাহলে এহেন পরিস্থিতি কেন-র জবাবে দিলীপ ঘোষ বলেছেন,'আগে সিএএ হয়ে যাক। ওটা হলেই এনআরসি-র অর্ধেক কাজ হয়ে যাবে।'

"

আরও পড়ুন, মোদী-যোগী রাজ্যে এবার 'খেলা হবে দিবস' পালন, চব্বিশে চোখ রেখে সাজো সাজো রব তৃণমূলের

অপরদিকে, রাজ্যে একুশের নির্বাচনের প্রচারে এসে একবারের জন্যও এনআরসি প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি মোদী এবং শাহ। এনআরসি নিয়ে কেন্দ্র এখনও কোনও চিন্তা ভাবনা করেনি বলেই বার্তা ছিল বিজেপির এই দুই শীর্ষ নের্তৃত্বের। তৃণমূলের দাবি, নাগরিকত্ব আইন কার্যকর করার মাধ্যমেই আসলে এনআরসি-র প্রক্রিয়া করতে চায় কেন্দ্র। যদিও বরাবরাই এই দুটি প্রক্রিয়া পুরোপুরি পৃথক বলেই দাবি করেছে গেরুয়া শিবির।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player