'বিশ্বভারতীর মর্যাদাহানির জন্য দায়ী মমতার সরকার', ভোট পরবর্তী হিংসার ইস্যুতেও বিস্ফোরক দিলীপ


 তিন ছাত্রছাত্রীকে বহিস্কারের পর থেকেই অশান্ত বিশ্বভারতী। শুক্রবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এপ্রসঙ্গে মমতার সরকারকে তোপ দাগলেন বিজেপির রাজ্য় সভাপতি  দিলীপ ঘোষ।

Asianet News Bangla | Published : Sep 3, 2021 5:58 AM IST / Updated: Sep 03 2021, 11:49 AM IST

 তিন ছাত্রছাত্রীকে বহিস্কারের পর থেকেই অশান্ত বিশ্বভারতী। আর শুক্রবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এপ্রসঙ্গে মমতার সরকারকে তোপ দাগলেন বিজেপির রাজ্য় সভাপতি  দিলীপ ঘোষ। 'যারা অন্যায় অত্যাচার করেছে তাদের সামনে আসতে হবে' বলে ভোট পরবর্তী মামলায় সিবিআই-র তদন্ত ইস্যুতে হুশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট খোলার জন্য বিকেল ৫ টা অবধি মিলবে পরিষেবা, ঘোষণা মমতার
শুক্রবার সকালে বিশ্বভারতীর অচলাবস্থা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,'ক্ষমতাসীন পার্টি যদি অব্যবস্থা তৈরি করতে চায়,বিশৃঙ্খলা তৈরি করতে চায়, স্বাভাবিক কে আটকাবে। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন, বিশ্ব ভারতীর জন্য আমরা গর্বিত। আর বিশ্বভারতীর যদি মর্যাদাহানি হয়, তাঁর লোকেরাই সেই ব্যবস্থা করছে। এর আগে তাঁর নেতারা মেশিন নিয়ে গেছেন, জেসিবি নিয়ে গেছেন, দেওয়াল ভেঙেছেন। আর জায়গা দখল করার জন্য জোর জবরদস্তি করেছেন। গেট ভেঙেছেন। আর এখন যখন সুচারুভাবে চলছে, সেটাকে লোকজন লাগিয়ে বিরক্ত করার চেষ্টা করছে' বলে অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ।

"

 আরও পড়ুন, 'দেওয়ার ইচ্ছা নেই, শুধু লোককে বোকা বানানোর চেষ্টা', মমতাকে তোপ দিলীপের


প্রসঙ্গত,  তিন ছাত্রছাত্রীকে বহিস্কারের পর থেকেই অশান্ত বিশ্বভারতী। ধারাবাহিক আন্দোলনের পরও কর্তৃপক্ষ নমনীয় না হওয়ায় উপাচার্যের বাড়ি পূর্বিতার গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসেছেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন শান্তিনিকেতনের ব্যবসায়ীদের একাংশ। একের পর নোটিশ জারি করে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন উপাচার্য। এমনই অভিযোগ তুলে আন্দোলনরত ছাত্রছাত্রীরা পোষ্টার ঝুলিয়ে জানিয়ে দিয়েছে বিশ্বভারতীর কর্মসংস্কৃতি নষ্ট করা তাদের কাজ নয়। তারা চান, ফ্যাসিস্ট উপাচার্যের পদত্যাগ এবং তিন ছাত্রছাত্রীর উপর থেকে বহিস্কারের ফতোয়া প্রত্যাহার। এহেন পরিস্থিতিতে  নিজের নিরাপত্তার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন উপাচার্য।  

আরও পড়ুন, Post Poll Violence:রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের এবার তলব করল CBI

ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই-র তদন্ত নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, 'যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচারের সামনে আসতে হবে। তৃণমূল বুঝতে পেরেছে যে, তাঁদের গুন্ডারা যারা আজকাল পার্টি চালাচ্ছে, যারা ভোট পরবর্তী হিংসা চালিয়ে পশ্চিমবঙ্গের মান-মর্যাদা নষ্ট করেছে, তাঁরা  কেউ কেউ সিবিআইয়ের হাতে পড়েছে। অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। কেউ আবার  আমাদের লোকেদের ডেকে  টাকা ফেরত দিচ্ছে। এটা যত বাড়বে , তৃণমূলের মধ্যে তত চাঞ্চল্য দেখা যাবে। ক্ষোভ-বিক্ষোভও দেখাবে। কিন্তু সেটা করে সুবিধা করতে পারবে না। সিট প্রসঙ্গে এদিন তিনি বলেছেন, সিট কি আদৌ তৈরি হয়েছে। তার ভবিষ্যত কি। আদালত যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে।'

   আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!