'মুকুল রায় চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন', 'বিধানসভা এড়াতেই' আক্রমণ দিলীপের

Published : Aug 18, 2021, 10:13 AM ISTUpdated : Aug 18, 2021, 11:01 AM IST
'মুকুল রায় চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন', 'বিধানসভা এড়াতেই' আক্রমণ দিলীপের

সংক্ষিপ্ত

 বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি  দিলীপ ঘোষ। ' বিধানসভা এড়িয়ে যাচ্ছেন' বলে সাতসকালেই নিশানা দিলীপের। 

'মুকুল রায় চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন',  বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনটাই তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি  দিলীপ ঘোষ। ' বিধানসভা এড়িয়ে যাচ্ছেন' বলে এদিন সাতসকালেই নিশানা দিলীপের। 

আরও পড়ুন, 'রাজ্যে CAA হলেই NRC-র অর্ধেক কাজ মিটবে', কেন্দ্র ইঙ্গিত না দিলেও দাবি দিলীপের

প্রতিদিনের মতো বুধবারও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপির সভাপতি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তোপ দেগে বলেছেন,  মুকুল রায় বিধানসভা এড়িয়ে যাচ্ছেন। যাওয়ার মুখ নেই। তাই এড়িয়ে যাচ্ছেন। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা আইনী পথে যাব। উনি কোনও চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন, অভিনেতা-অভিনেত্রীরা দলের শোভা বাড়ান। তারা কোনও রাজনৈতিক আন্দোলনে থাকেন না। আমরাও ডাকি না। এদিন বিজেপির রাজ্য সভাপতি ক্ষোভ উগরে বলেছেন, 'শহীদ সন্মান যাত্রা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। সেখানেও যাচ্ছেন। মন্ত্রী, বিরোধী দলনেতাকেও গ্রেফতার করা হয়েছে। কারোর কোনও ব্যাক্তি স্বাধীনতা নেই।' উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়ের ঘরে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানি ছিল। সোমবার রাতে বিধানসভায় একটি চিঠি পাঠান কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। সেখানে তিনি জানান, দলত্যাগ নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব এক মাস পরে দেবেন। আর এরপরেই  'স্পিকারকে চিঠি দিয়ে বিধায়ক পদ খারিজের শুনানি এড়িয়ে গিয়েছেন মুকুল রায়', তোপ দিলীপের। 

"

আরও পড়ুন, 'ত্রিপুরায় ওদের আগেই খেলা শুরু', 'খেলা হবে দিবস'-এ চুটিয়ে ফুটবল খেললেন দিলীপ ঘোষ
 প্রসঙ্গত,  কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়কের পদ মুকুলের হাতে থাকায় চলতি বছরে  PAC-র চেয়ারম্যান পদ ফসকেছে গেরুয়া শিবিরের। দল বদলেই শুরু হয় ঝড়। ভোট জয়ের পর  বিজেপিতে থাকাকালীন PAC-র চেয়ারম্যান হিসেবে প্রথমে অশোক লাহিড়ী এবং মুকুল রায়ের নাম নিয়ে জল্পনা চলছিল। এমনই সময় কোভিড আক্রান্ত হন মুকুল রায়ের স্ত্রী। জানা যায়, দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি থাকাকালীন বিজেপির তরফে কেউ সশরীরে গিয়ে দেখা করেননি। আর এখানেই  মাস্টার স্ট্রোক খেলে দিয়েছেন তৃণমূল মমতা বন্দ্য়োপাধ্যায়।  মকুল পত্নীকে হাসপাতালে দেখতে যান তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ঘটনার মোড় আগে ঘুরলেও দল এরপরেই ঠাহর করতে পারে কোন দিকে বইছে ধারা। মোদীর ফোনেও তাই মুকুলের তৃণমূল শিবিরে যাওয়া আটকাতে পারেনি। এদিকে যেহেতু  PAC-র চেয়ারম্যান চেয়ারম্যান কোনও বিরোধী দল থেকে নির্বাচিত হতে পারে, সেই সব কিছু মিলে গিয়েছে মুকুলের সঙ্গেও। দলবদল করে মানস ভুঁইয়ার পর ফের ইতিহাস গড়লেন মুকুল রায়। পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC)চেয়ারম্যানের নাম ঘোষণা করেন বিধানসভার  স্পিকার। এরপরেই বিধানসভার প্রথা ভাঙায় তুলকালাম বাধায় বিজেপি। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন অম্বিকা রায়। তাই PAC-র কাঁটা আটকে সেই বিজেপি বিধায়ক পদেই।

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের