'লম্বা ছুটি কাটাতে যাচ্ছি', সাতসকালে দিলীপের ফের দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে

Published : Jul 14, 2021, 11:00 AM ISTUpdated : Jul 14, 2021, 03:07 PM IST
'লম্বা ছুটি কাটাতে যাচ্ছি', সাতসকালে দিলীপের ফের  দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে

সংক্ষিপ্ত

'লম্বা ছুটি কাটাতে যাচ্ছি', কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৬ টার উড়ান ধরে রাজধানী পাড়ি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ১০ দিনের লম্বা সফরে  সংসদীয় দলের সঙ্গে কাশ্মীর যাওয়ার কথা রয়েছে তাঁর।  

বুধবার সাতসকালে দিল্লী পাড়ি দিলীপের। এদিন কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৬ টার উড়ান ধরে রাজধানী পাড়ি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ১০ দিনের লম্বা সফর সেরে ফের কলকাতায় ফিরবেন তিনি। তাই ফের জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন, আদৌও কি দায়িত্বশীল বিরোধিতা হচ্ছে, শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত খোদ বিজেপিই

 


দিলীপ ঘোষ  দিল্লী পাড়ি দেওয়ার আগে অবশ্য জানিয়েছেন, 'লম্বা ছুটি কাটাতে যাচ্ছি।'এই মন্তব্য়ের পিছনে আসলে কী ইঙ্গিত লুকিয়ে আছে, তা সময়ই বলবে। উল্লেখ্য, ১০ দিনের এই সফরেই সংসদীয় দলের সঙ্গে কাশ্মীর যাওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের। প্রসঙ্গত, দুই দিন আগেই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। দলীয়  নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়া নিয়েও ওই বৈঠকে রীতিমতো চাপান-উতোর চলে। যদিও এবিষয়ে নাড্ডা সহমত প্রকাশ করেছেন। রাজ্য বিজেপির সংগঠনেও বড়সড় রদবদলের সম্ভবনা দেখা দিয়েছে।

আরও পড়ুন, 'সারদাকর্তা সুদীপ্ত সেনের থেকে ৮০ কোটি টাকা নিয়েছিলেন মুকুল রায়', বিস্ফোরক মনোজ

 

 

অপরদিকে, বিজেপি সূত্রে খবর, দিলীপ-নাড্ডা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, জেলা কমিটি, রাজ্য কমিটি বা মণ্ডল কমিটিতে তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপিতে কোনও বড় পদে বসিয়ে দেওয়া যাবে না। যেসকল তৃণমূল নেতা গেরুয়া শিবিরে যোগ দিচ্ছিন, তাঁদের আগে দলের নীতি-আদর্শ মেনে কাজ করতে হবে।  জেলায়-জেলায় কমিটিতেও দলের রাশ থাকবে পুরোনো নের্তৃত্বের হাতেই। দলে প্রতি দায়বদ্ধতা দেখাতে হবে। এরপর যদি উচিত বলে মনে হয় রাজ্য নেতাদের, তবেই মিলবে বড় সিংহাসন।

আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

পথ সুরক্ষায় কলকাতা পুলিশের উদ্যোগ, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' ম্যারাথনের আয়োজন
ভোটের আগে দলবদল করছেন শীতল-হিরণ? প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ