WBCS-র প্রশ্নে 'সবুজ সাথী', 'সরকার নিজের প্রকল্পের বিজ্ঞাপন দিচ্ছে', বিস্ফোরক শুভেন্দু

Published : Aug 23, 2021, 04:52 PM ISTUpdated : Aug 23, 2021, 05:14 PM IST
WBCS-র প্রশ্নে 'সবুজ সাথী', 'সরকার নিজের প্রকল্পের বিজ্ঞাপন দিচ্ছে', বিস্ফোরক শুভেন্দু

সংক্ষিপ্ত

রাজ্য সরকারের সিভিল সার্ভিস পরীক্ষায় মমতার একাধিক সরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন আসতেই বিতর্কে তুঙ্গে। ইতিমধ্যেই WBCS প্রশ্নপত্রের ছবি দিয়ে  UPSC পরীক্ষা কথা মনে করিয়ে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  


রাজ্য সরকারের সিভিল সার্ভিস পরীক্ষায় মমতার একাধিক সরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন আসতেই বিতর্কে তুঙ্গে। ইতিমধ্যেই WBCS প্রশ্নপত্রের ছবি দিয়ে  UPSC পরীক্ষা কথা মনে করিয়ে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

আরও পড়ুন, পদ থেকে কি সরছেন দিলীপ ঘোষ, BJP-র ৩ দিন ব্যাপী সাংগঠনিক বৈঠকে নজর সবার

শুভেন্দু অধিকারীর টুইটে  ৩ টি প্রশ্নের ছবি উঠে এসেছে। যেখানে ৪৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে- পশ্চিমবঙ্গ সরকার সবুজ-সাথী সরকারি সরকারপোষিত মাদ্রাসা বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের বিতরণ করা হয়। গতিধারা এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের উল্লেখ করেও প্রশ্ন করা হয়েছে। এছাড়া কন্যাশ্রী প্রকল্প নিয়েও প্রশ্ন এসেছে প্রশ্নপত্রে। গতিধারা প্রকল্প নিয়ে প্রশ্ন করা হয়েছে,' পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের এক উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন। স্বাস্থ্য-সাথী প্রকল্প নিয়ে প্রশ্ন করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্পের বীমা প্রিমায়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে। পাশাপাশি ' পশ্চিমবঙ্গ সরকারের  কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক উর্ধ্বসীমা প্রযোয্য নয় যদি', এমন  প্রশ্ন করা হয়েছে। 

"

আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসার তদন্তে CGO-নিজাম প্যালেস নয়, এবার নতুন জায়গা বাছল CBI

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন, UPSC পরীক্ষায় যখন ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন এসেছিল, তখন সবাই তুলকালাম করেছিল। এবার WBCS পরীক্ষার প্রশ্নপত্রে সরকার নিজের প্রকল্পের বিজ্ঞাপণ দিচ্ছে। এবার ভণ্ড বুদ্ধিজীবীরা কী বলবেন , সেটাই দেখার।' প্রসঙ্গত, এর আগে UPSC পরীক্ষায় উটে এসেছিল বাংলার ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। রচনাধর্মী বিষয়ে লিখতে দেওয়া হয়েছিল, 'কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।' অ্য়াসিন্ট্যাট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ভোট সন্ত্রাস নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়েছিল। রাজ্যে হোক বা কেন্দ্রে, বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেন রাজনীতির ছাপ উঠে আসছে, এনিয়ে প্রশ্নের ঢেউয়ের ঝাপটা নেট দুনিয়ায়।
 

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?