'পশ্চিমবঙ্গে এনআরসি দরকার, নইলে বাংলাটা, বাংলাদেশ-টু হবে' এনআরসি-সিএএ ইস্যুতে শুভেন্দুর পুরোপুরি সমর্থন করলেন বিজেপি নেতা তথাগত রায়। যদিও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ইতিমধ্য়েই কেন্দ্রের পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে বার্তা দিয়েছেন।
'পশ্চিমবঙ্গে এনআরসি দরকার, নইলে বাংলাটা, বাংলাদেশ-টু হবে' এনআরসি-সিএএ ইস্যুতে শুভেন্দুর পুরোপুরি সমর্থন করলেন বিজেপি নেতা তথাগত রায়। যদিও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ইতিমধ্য়েই কেন্দ্রের পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে বার্তা দিয়েছেন।
আরও পড়ুন, স্বরার নামে FIR কলকাতায়, হিন্দুত্ববাদের সঙ্গে তালিবানি সন্ত্রাসের তুলনা টানতেই রোষানলে নায়িকা
প্রসঙ্গত, ২০২০ একেবারে শেষে বিজেপি নেতা তথাগত রায় বলেছিলেন, 'নাগরিকত্ব আইন পুরোপুরি কেন্দ্রীয় বিষয়। এবিষয়ে রাজ্যের কোনও অধিকার নেই। তাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি কোনও আপত্তি আসে, সেটা ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয়। বিজেপি যখন আইন প্রণয়ণ করেছে, তার অর্থ এই কাজ ১০০ শতাংশ সফল করার ইচ্ছে বিজেপির রয়েছে।' কিন্তু তারপর দীর্ঘ ৮ মাসে গঙ্গা দিয়ে অনেক জলই বয়ে গিয়েছে। বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে মমতার সরকার। এদিকে মত পরিবর্তনও হয়েছে কেন্দ্রের। সম্প্রতি বাদল অধিবেশন চলাকালীন স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, দেশজুড়ে এনআরসি কার্যকর করার কোনও পরিকল্পনাই এখন কেন্দ্রীয় সরকারের নেই।'
আরও পড়ুন, Crime: পুলিশের জালে এবার ভুয়ো 'নাসা'-র এজেন্ট, গ্রেফতার এয়ারপোর্টের বাসিন্দা মধুমিতা সাহা
শুক্রবার পশ্চিমবঙ্গে এনআরসি এবং সিএএ চালুর ইস্যুতে শুভেন্দু অধিকারীর সুরে সুর মেলালেন বিজেপি নেতা তথাগত রায়। প্রসঙ্গত শুভেন্দু অদিকারী সওয়াল করেছেন,
পশ্চিমবঙ্গে এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) দরকার। যোগী আদিত্যনাথজি আর হেমন্ত বিশ্বশর্মা যা যা করছেন, বাংলাতে সেটা দরকার। নইলে এই বাংলাটা, বাংলাদেশ-টু (দ্বিতীয় বাংলাদেশ) হবে।' আর শুভেন্দুর এই বক্তব্যকেই 'একশো বার' বলে টুইটারে পুরোপুরি সমর্থন করেছেন তথাগত রায়। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'আদালতের নির্দেশে যেখানে এনআরসি হওয়ার, সেখানে হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে সংশোধনী আইন-সিএএ আনতে চাইছি।' উল্লেখ্য, বিজেপির ইস্তাহারে ছিল এই এনআরসি। তাহলে এহেন পরিস্থিতি কেন-র জবাবে দিলীপ ঘোষ বলেছেন,'আগে সিএএ হয়ে যাক। ওটা হলেই এনআরসি-র অর্ধেক কাজ হয়ে যাবে।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস