ফের বিজেপি কর্মীদের উপর হামলা, গাঙ্গুলি বাগানে কাঠগড়ায় তৃণমূল

  • ২১শের বিধানসভা নির্বাচন এখনও ঢের দেরি
  •  তার আগেই রাজনৈতিক লড়াইয়ে উত্তপ্ত হচ্ছে রাজ্য়
  • ফের বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ
  • এবার অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে

 

Asianet News Bangla | Published : Sep 6, 2020 10:01 AM IST / Updated: Sep 06 2020, 05:45 PM IST

২১শের বিধানসভা নির্বাচন এখনও ঢের দেরি। তার আগেই রাজনৈতিক লড়াইয়ে উত্তপ্ত হচ্ছে রাজ্য়। ফের বিজেপি  কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের দিকে। অভিযোগ, সভা চলাকালীন দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানে হামলা হয় গেরুয়া ব্রিগেডের ওপর। যা আহত হন বিজেপির  বেশ কয়েকজন কর্মী। ইতিমধ্য়েই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায়  নেমেছেন বিজেপির  কর্মীরা।  

প্রোমোটারি-রাজের ৫ কাহন, প্রস্তাব ফেরানোয় মহিলাকে বেধড়ক মার পাটুলিতে

বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে গাঙ্গুলি বাগান। বিজেপি নেত্রী জানিয়েছেন,গাঙ্গুলি বাগানে বিজেপি সভা  চলাকালীন তৃণমূল কর্মীরা বিজেপির যুব মোর্চা কর্মীদের উপর বিনা কারণে হামলা চালিয়েছে। বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে বাঘাযতীন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ওই হামলার প্রতিবাদে আজ ১০১ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা।

কোভিড টেস্টের কৌশল বদল, আইসিএমআর নির্দেশিকা নিয়ে মত চাইল স্বাস্থ্য দফতর.

রাজ্য়ের রাজনীতির সাম্প্রতিক ইতিহাস বলছে,নিত্য়দিন রাজনৈতিক হানাহানির বলি হচ্ছে মানুষ। কদিন আগেই এ নিয়ে প্রকাশ্য়ে টুইট করেছিলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। রাজ্য়পাল দাবি করেন, বিরোধী রাজনীতিকদের ওপর প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে। সব দেখেও পুলিশ নিশ্চুপ। এ নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেই কাঠগড়ায় তুলেছেন জগদীপ  ধনখড়।

ফের বউবাজার মেট্রো আতঙ্ক, আচমকাই ফেনা জল ছিটকে উঠল ১০ ফুট, জ্বালা করে উঠল সবজিওয়ালার হাত-পা

তবে শুধু ধনখড় নন, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের কথা বলেছেন রাজ্য় বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দলের কর্মীদের জোর করে গাজা কেস থেকে মিথ্য় মামলায় জড়ানোর কথা বলেছেন তিনি। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি নেতাদের বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। রাজ্য় সরকারের দলদাস হয়ে কাজ করছে পুলিশ।

"

Share this article
click me!