কোভিড টেস্টের কৌশল বদল, আইসিএমআর নির্দেশিকা নিয়ে মত চাইল স্বাস্থ্য দফতর

  •  করোনা পরীক্ষার কৌশল বদল নিয়ে নয়া  অ্যাডভাইজরি  আইসিএমআরের 
  •  পরামর্শ,  কন্টেনমেন্ট ও নন-কন্টেনমেন্ট জোনের নিরিখে পরীক্ষার পদ্ধতি বদল 
  •  তবে তা কতখানি মানা সম্ভব তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে স্বাস্থ্য দফতর 
  • অ্যাডভাইজরি কার্যকরের বিষয়টি রাজ্যগুলির হাতেই ছেড়ে রেখেছে আইসিএমআর 

Asianet News Bangla | Published : Sep 6, 2020 7:24 AM IST / Updated: Sep 06 2020, 12:55 PM IST


 করোনা পরীক্ষার কৌশল বদল নিয়ে নয়া  অ্যাডভাইজরি জারি করেছে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। তিন পাতার অ্যাডভাইজরির মূলত  পরামর্শ  কন্টেনমেন্ট এবং নন-কন্টেনমেন্ট জোনের নিরিখে নমুনা পরীক্ষার পদ্ধতি বদল। তবে এই অ্যাডভাইজরি কতখানি মানা সম্ভব তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। শনিবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। 

আরও পড়ুন, ফের বউবাজার মেট্রো আতঙ্ক, আচমকাই ফেনা জল ছিটকে উঠল ১০ ফুট, জ্বালা করে উঠল সবজিওয়ালার হাত-পা


কন্টেনমেন্ট জোনে যেখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপরে অগ্রাধিকার দেওয়া হয়েছে, নন-কন্টেনমেন্ট জ়োনে অগ্রাধিকারের তালিকায় রয়েছে আরটি-পিসিআর, ট্রুন্যাট বা সিবিন্যাট। সেই সূত্রে কন্টেনমেন্ট জোনের ১০০ শতাংশ বাসিন্দার র‌্যাট-এর পক্ষে সায় দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। অ্যাডভাইজরির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বক্তব্য , ভিন দেশ বা রাজ্য থেকে আগত ব্যক্তিদের সুস্থতার প্রমাণ হিসাবে কোভিড নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে। এ রাজ্যে চিকিৎসকের পরামর্শ ছাড়া করোনা পরীক্ষা করানোর সুযোগ নেই।  সরকারি বা বেসরকারি স্তরে উপসর্গযুক্ত ব্যক্তিরই যাতে করোনা পরীক্ষা হয়, এর উপরেই জোর দিয়েছে স্বাস্থ্য ভবন। তৃতীয় পরামর্শ, কেউ চাইলে করোনা পরীক্ষা করাতেই পারেন।

আরও পড়ুন, বিনামূল্যে বাড়ি বসেই দেখান চিকিৎসক, কোভিডে ই-চেম্বার চালু করল কলকাতা পুরসভা

অ্যাডভাইজরি কার্যকর করার বিষয়টি রাজ্যগুলির হাতেই ছেড়ে রেখেছে আইসিএমআর। যার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যসচিব বলেন, 'আইসিএমআরের অ্যাডভাইজরি আমাদের টেস্টিং বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। তাঁদের পর্যবেক্ষণ জানার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে।' তবে স্বাস্থ্য দফতরের এক এপিডেমিয়োলজিস্টের বক্তব্য, 'কন্টেনমেন্ট জোনে একশো শতাংশ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ভাবনায় ভূল নেই। কিন্তু করোনা পরীক্ষা করানোর বিষয়টি কোনও ব্যক্তির ইচ্ছার উপরে ছেড়ে দিলে সেখানে গুরুত্ব হারাবে।'

 

"

 

      

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

Share this article
click me!