সোমবার নবান্নে দেবাঞ্জন প্রসঙ্গে বিস্ফোরক মমতা।দেবাঞ্জন প্রসঙ্গ উঠতেই মমতা বললেন, বলে কি তাঁকে জনপ্রিয় করার দরকার আছে। চোর, ডাকাতকে জনপ্রিয় করতে নেই। শুধু প্রতারক সম্বোধন করলে তাঁর বিষয়ে কথা বলতে রাজি হবেন, স্পষ্ট করলেন মমতা।
আরও পড়ুন, 'আরও দেবাঞ্জন লুকিয়ে বাংলায়', ভুয়ো ভ্যাকিসনকাণ্ডে বামেদের বিক্ষোভে উত্তাল পুরসভা চত্বর
'সরকারের এব্য়াপারে কোনও ভূমিকা নেই'
তিনি এদিন বললেন, তাঁর এত বড় সাহস-ঐধ্যত্ব-অহঙ্কার যে, সে সমস্ত কিছু নকল করেছে। সরকারের এব্য়াপারে কোনও ভূমিকা নেই। কারণ সরকার এটা করেনি। অনেকেই বলেন, এই ফান্ডে টাকা রাখুন। শেষ অবধি প্রতারণা করে পালিয়ে যায়। এমনইভাবে অনেকে আছে, দেখতে সুন্দর, যারা সেজে গুজে ঘুরে বেড়ায়। মুখ্যমন্ত্রীর সই নকল করে, আবার কখনও প্রধানমন্ত্রীর সই নকল করে।'
'এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর'
এরপরেই দেবাঞ্জন প্রসঙ্গের পাশপাশি নীল বাতি গাড়ি নিয়ে পার্লামেন্ট হামলার ঘটনার উদাহরণ দেন মমতা। এবং বলেন, যারা এরকম কাজগুলি করে, এদের আমি মানুষ বলে মনে করি না। অমানুষ বলে মনে করি না। মানুষদের নিয়ে এরা খেলে, এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর। এবং তাঁদের বিরুদ্ধে কানে আসার সঙ্গে সঙ্গে আমরা শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। সিট গঠন হয়েছে। আমি নিজেই এব্যাপারে চিফ পুলিশ কমিশনারের সঙ্গে একাধিকবার কথা বলেছি। যারা তাঁকে সাহায্য় করেছে,সে যেই হোক না কেন, তাঁদের কোনও কম্প্রোমাইজ করা যাবে না।
আরও পড়ুন, ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের জের, আজ রাজ্যে বন্ধ সমস্ত বেসরকারি টিকাকরণ কেন্দ্র
প্রতারিতরা আবার ভ্যাকসিন পাবে কি ?
অপরদিকে, মুখ্যমন্ত্রী বলেন, যারা সেদিন কসবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে গিয়ে ভ্য়াকসিন নিয়ে প্রতারিত হয়েছে, তাঁদের সকলের সন্ধান করা হয়েছে। প্রতারিত ব্যাক্তিদের শরীরের দিকে খেয়াল রাখছে স্বাস্থ্য দফতর। আমরা নজর রাখছি এবং সেই রোগীদেরকে আবার ভ্যাকসিন দেওয়া যাবে কিনা, এনিয়ে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ টিম। যেখান থেকে ওই ভুয়ো ভ্য়াকসিন কেনা হয়েছিল, সেখানেও অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে এখন পাওয়া যাচ্ছে না।'
আরও পড়ুন, হাইকোর্টের প্রধান বিচারপতির অপসারণ চেয়ে চিঠি, মমতার সরকারকে নিশানা মালব্যর
'মিমির শরীরখারাপ নিয়ে চিন্তিত-ওর একটা গলব্লাডারের প্রবলেমও আছে'
এদিন নিজেই এরপর মিমি শরীরখারাপের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আমি ওর শরীরখারাপ নিয়ে চিন্তিত। আমি কথা বলেছি ওর সঙ্গে। ওর একটা গলব্লাডারের প্রবলেমও আছে। যার জন্য অসুস্থতাটা রয়েছে। এরপর ফের দেবাঞ্জনের প্রসঙ্গ টেনে সবাই সতর্ক থাকতে বলেন এবং আমার ধীক্কার জানানোর ভাষা নেই' বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী।
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস