সংক্ষিপ্ত

  • কলকাতা পুরসভার চত্বরে  ধুন্ধুমার 
  •  ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডে প্রতিবাদে বামেরা
  • ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা 
  • পুলিশের  ধস্তাধস্তিতে বাম কর্মী সমর্থকেরা 


কসবা ভুয়ো ভ্য়াকসিনেশন কাণ্ডে প্রতিবাদে বিক্ষোভ ঘিরে কলকাতা পুরসভার চত্বর ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। তাতেই পুলিশের বচসা এবং ধস্তাধস্তি জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকেরা।  প্রায় ১০০ জন বাম নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন, ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের জের, আজ রাজ্যে বন্ধ সমস্ত বেসরকারি টিকাকরণ কেন্দ্র 

ভুয়ো ভ্য়াকসিনেশন কাণ্ডের প্রতিবাদে স্মারকলিপি দেওয়ার দাবিতে পুরসভার মেন গেটের সামনে অবস্থানে বাম কর্মীরা। এর আগে স্বাস্থ্য ভবনের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কলকাতা পুরসভার সামনে নকল সিরিঞ্জ নিয়ে প্রতিবাদ দেখানো হয়। ভ্যাকসিনের কালোবাজারির প্রতিবাদে এবং বিনামূল্যে সার্বজনীন টিকাকরণের দাবিতে এসএফআই , ডিওয়াইএফআই, এআইডিডব্লুএ এদিন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখায়। তবে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। কোভিড পরিস্থিতিতে জমায়েতের অনুমতি না থাকায় , তাঁদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারীকরা। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রসঙ্গত, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রধান অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসক দলের শীর্ষ নেতা মন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে। উঠে এসেছে ফলক ইস্যু। এহেন পরিস্থিতিতেই প্রতিবাদে নেমেছে এবার বামেরাও।

আরও পড়ুন, হাইকোর্টের প্রধান বিচারপতির অপসারণ চেয়ে চিঠি, মমতার সরকারকে নিশানা মালব্যর 


পুলিশের সঙ্গে বাম নেতা-কর্মীদের ধস্তাধস্তি শুর হয়। অবশেষে রমলা চক্রবর্তী, সপ্তর্ষিদেব, পলাশ দাস সহ প্রায় ১০০ জন বাম নেতা-কর্মীকে আটক করে পুলিশ। বিক্ষোভ চলাকালীন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন,  এর নেপথ্যে অনেক বড় কারসাজি রয়েছে । অনেকেই যুক্ত রয়েছেন। এটাতো একটা দেবাঞ্জন বেরিয়েছে। আমাদের আশঙ্কা আরও দেবাঞ্জন লুকিয়ে রয়েছে বাংলায়। তদন্ত হলে সব বেরিয়ে যাবে। '

 

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস