২৪ ঘন্টায় আক্রান্ত ৩,২৮১ জন,রাজ্যে সুস্থতার হার প্রায় ৮৮ শতাংশ

  • রাজ্য়ে করোনা নিয়ে মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার 
  • গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা নিয়ে মারা গিয়েছেন ৫৯ জন
  •  এছাড়া মোট আক্রান্তের সংখ্যা আড়াই লাখের বেশি
  •  একদিনে রাজ্য়ে আক্রান্ত হয়েছেন ৩,২৮১ জন 

Asianet News Bangla | Published : Sep 30, 2020 7:01 PM IST / Updated: Oct 01 2020, 12:35 AM IST

রাজ্য়ে করোনা নিয়ে মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা নিয়ে মারা গিয়েছেন ৫৯ জন৷ এছাড়া মোট আক্রান্তের সংখ্যা আড়াই লাখের বেশি৷ একদিনে আক্রান্ত হয়েছেন ৩,২৮১ জন৷ তবে আশার বিষয়, পশ্চিমবঙ্গে এখন সুস্থতার হার প্রায় ৮৮ শতাংশ৷

বিশ্বভারতীর পাঁচিল দেওয়ার কাজের ওপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

Latest Videos

রাজ্যের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন বলছে, গত একদিনে রাজ্য়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬২ জন৷ এখনও পর্যন্ত রাজ্য়ে সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪,৯৫৮ জনের। 

শোক প্রকাশ করে মুখ্য়মন্ত্রী জানতে পারলেন মন্ত্রী এখনও বেঁচে

গত একদিনে রাজ্য়ে যে ৫৯ জন মারা গিয়েছেন, তাদের মধ্য়ে কলকাতারই রয়েছেন ১১ জন৷ বাকি উত্তর ২৪ পরগনার ১৮ জন, দক্ষিণ ২৪ পরগনার ৪, হাওড়ার ৭, হুগলির ৩, পশ্চিম বর্ধমানের ৪ জন রয়েছেন। এছাড়াও বাকি জেলা যেমন পশ্চিম মেদিনীপুরে করোনায় মারা গিয়েছেন ১ জন, ঝাড়গ্রামে ১, নদিয়ায় ৩, জলপাইগুড়িতে ১, দার্জিলিংয়ে ৪, কোচবিহারে ১ জন ও আলিপুরদুয়ারে ১ জন৷

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অশ্লীল মন্তব্য, প্রতিবাদ করলে প্রতিবেশী দাদাকে মারধর

গত একদিনে রাজ্য়ে আক্রান্ত হয়েছেন ৩,২৮১ জন৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩,১৮৮ জন৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় আক্রান্ত হয়েছেন ২,৫৭,০৪৯ জন৷ তবে এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা কম৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২,৯৫৪ জন৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২,৯৬১ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,২৫,৭৫৯ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৮৩ শতাংশ৷
 
 

Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati